ভূস্বর্গের বুকে ফের একবার রুদ্ধশ্বাস এনকাউন্টার। কাশ্মীরের শোপিয়ানে সকাল থেকেই দুই জঙ্গীর খোঁজে অভিযান শুরু করে সেনা। আর সেই এনকাউন্টারেই নিকেশ হয় একজন জঙ্গী। সেনার কাছে খবর ছিল একজন লস্কর জঙ্গী ও একজন হিজবুল জঙ্গী এলাকায় লুকিয়ে আছে। এরপরই সেনা শোপিয়ানের সেই এলাকায় যায়। একই সঙ্গে যৌথ অভিযান চালায় সিআরপিএফ ও শোপিয়ান পুলিশ। একটি বাড়ির ভিতর দুই জঙ্গী রয়েছে বলে খবর পেতেই চারিদিক থেকে ঘিরে ফেলে সেনা। এরপর শুরু হয় গুলির লড়াই।
কয়েকদিন আগেই আল কায়েদার শীর্ষ জঙ্গী কমান্ডার জাকির মুসাকে এনকাউন্টারে খতম করে সেনাবাহিনী৷ ভোটের ফলাফলের দিন পুলওয়ামার ত্রালে সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াই বাঁধে সন্ত্রাসবাদীদের৷ সেখানে মেলে সাফল্য৷ দাদসারা গ্রামে জঙ্গীদের খোঁজে তল্লাশি অভিযোগে নামে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা ও আধাসেনা৷
শুক্রবার সকাল থেকে কাশ্মীরে জারি সেনা-জঙ্গী গুলির লড়াই। একাধিক জঙ্গীকে ঘিরে ফেলেছে সেনাবাহিনী। এলাকায় রয়েছে সেনাবাহিনী, সিআরপিএফ ও শোপিয়া পুলিশ। একটি বিল্ডিংয়ের মধ্যে দুই জঙ্গী সংগঠনের বেশ কয়েকজন সদস্য লুকিয়ে আছে বলে খবর পাওয়া গেছে।