লোকসভা নির্বাচনের মধ্যেই আবার এক বিজেপি নেতার হাস্যকর মন্তব্যের জেরে তৈরি হল বিতর্ক। বিজেপি প্রার্থী তথা দলের রাজ্য সভাপতি রাওসাহেব দানভে বলে বসেন যে সিবিআই-এর সমীক্ষা বলছে, জালনা লোকসভা কেন্দ্রে ২.৬ লাখেরও বেশি ভোটে জিতবে বিজেপি। আর তাতেই তৈরি হয়েছে বিতর্ক। এই মন্তব্যের জেরে এই নেতার বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে আম আদমি পার্টি।
জালনার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দানভে বলেন, তিনি CBI-এর থেকে একটি রিপোর্ট পেয়েছেন। তাতে বলা আছে যে ঔরঙ্গাবাদ ও জালনা জেলার বিধানসভা কেন্দ্রে তিনিই ফেভারিট প্রার্থী। তিনি আরও বলেন, ‘এমন যে সিলোডে প্রতিবার আমার ভোট তুলনামূলকভাবে কম থাকে, সেখানেও আমি ৬৮% ভোট পাব। কংগ্রেস পাবে ২৮% ভোট। কোনও তালুকেই আমি পিছিয়ে নেই। সব মিলিয়ে ২.৬ লাখেরও বেশি ভোটে আমি জিতছি।’ আর এতেই তৈরি হয়েছে বিতর্ক। দানভের বিরুদ্ধে সিবিআই-কে অপব্যবহার করার অভিযোগ এনে আম আদমি পার্টি বলেছে, ‘ভোটের প্রেডিকশনে সিবিআই-কে টেনে এই সংস্থার প্রতি মানুষের মনে ভুল ভাবমূর্তি তৈরির চেষ্টা করছেন দানভে। সিবিআই যদি সত্যিই এমন সমীক্ষা করে থাকে, তাহলে আধিকারিকদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।’