লোকসভা ভোটের তৃতীয় দফায় সামনে এল ভোটকর্মীর রহস্যময় মৃত্যুর ঘটনা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে। মঙ্গলবার সকালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ভোটকর্মীর দেহ। সন্দেহ করা হচ্ছে ভয় থেকেই আত্মঘাতী এই ভোট কর্মী। তবে মৃত্যুর কারণ জানতে কমিশন রিপোর্ট তলব করেছেন।
মৃতের নাম বাবুলাল মুর্মু। তিনি কুশমন্ডির শিক্ষক। বুনিয়াদপুরের বাসিন্দা। রিসার্ভে থাকা ভোট কর্মী ছিলেন তিনি। এদিন সকালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বাবুললাল মুর্মুর দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তাঁর স্ত্রী জানিয়েছেন, কাল রাতে ভোটের ডিউটির কথা জানিয়েছিলেন তিনি। ভয়ের কথাও জানিয়েছিলেন। বলেছিলেন, সেন্ট্রাল ফোর্স না থাকলে তিনি ডিউটি করবেন না।
তবে আত্মহত্যা না এর পেছনে অন্য কোন কারণ আছে কিনা সেটাই খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে বাঁধছে রহস্যের দানা। বাবুলাল মুর্মুর শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে। ঘরের মাটিতে রক্ত পড়ে ছিল বলেও দাবি পরিবারের। সেখানেই রহস্য। ঘটনা পাওয়া মাত্রই রিপোর্ট চেয়েছে কমিশন।




