রবিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে প্রচার করেন বাংলাদেশের অভিনেতা ফিরদৌস। আর তারপর থেকেই বিজেপি অন্যায্য ভাবে দাবি করতে শুরু করে, ফিরদৌস প্রচার করতে পারবেন না। তারপরে আচমকাই তাঁর ভিসা বাতিল করে কেন্দ্র। কেন্দ্রের এই অনৈতিক কাজের বিরুদ্ধে এবার মুখ খুললেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, ফিরদৌসের এই ভিসা বাতিল সম্পূর্ণ সংবিধান বিরুদ্ধ।
কোনও বিদেশি নাগরিক বিজনেস ভিসা নিয়ে এ দেশে এসে রাজনৈতিক প্রচারে অংশ নিতেই পারেন। সংবিধানে কোনও আইনে বলা নেই যে, এ ক্ষেত্রে তাঁর ভিসা বাতিল হতে পারে। প্রচার বিতর্কে বাংলাদেশি অভিনেতা ফিরদৌসের পক্ষ নিয়ে এ কথা জানিয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হলেন কল্যাণ। তাঁর অভিযোগ, অভিনেতার ভিসা বাতিল করে বেআইনি কাজ করেছে কেন্দ্র।
এ প্রসঙ্গে আইনের বিভিন্ন ধারার উল্লেখ করেছেন তৃণমূলের এই আইনজীবী নেতা। বলেছেন, ‘সংবিধানের ১৯, ২০, ২১ ধারা অনুযায়ী যে কোনও ব্যাক্তি বিজনেস ভিসা নিয়ে এসে ব্যবসায়িক দৃষ্টভঙ্গি থেকে প্রচারে অংশ নিতে পারেন। এর জেরে তাঁর ভিসা কখনওই বাতিল করা যায় না।’ এদিন প্রচার চলাকালীন বটতলা এলাকায় স্থানীয়দের মধ্যে দলীয় জোড়াফুল প্রতীক দেওয়া সন্দেশ বিলি করেন তিনি। পরে শেওড়াফুলি এলাকাতেও পায়ে হেঁটে গোলাপ ফুল বিলি করে প্রচার সারেন।
বুধবার সকালে শ্রীরামপুর বটতলায় প্রচার চলাকালীন এই কেন্দ্রের তৃণমূলপ্রার্থী কল্যাণবন্দ্যোপাধ্যায় বলেন, “বিজনেস ভিসা নিয়ে ফিরদৌস এ দেশে এসেছিলেন। তিনি অভিনেতা। প্রচার করেছেন। সে তো পয়সা নিয়েও হতে পারে। অনেক সময় শিল্পীদের নিয়ে আসা হয় প্রচারে। তাঁরা পয়সা নিয়ে প্রচারে অংশ নিয়ে থাকেন। ওটাই তাঁর ব্যবসা। এটা তাঁর কাছে পার্ট অফ আ বিজনেস। এই ভিত্তিতে ভিসা বাতিল হল মৌলিক অধিকারের পরিপন্থী। সংবিধান–বিরুদ্ধ”।