ব্রিটেনের কেবল.কো.ইউকে সংস্থা একটি সমীক্ষার মাধ্যমে একটি তথ্য প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, বিশ্বে সবচেয়ে সস্তা মোবাইল ডেটা ভারতেই পাওয়া যায়। সেই মোবাইল ডেটার সৌজন্যে, মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। সংস্থাটির মতে, ভারতে মোবাইল ফোনে ১ জিবি ডেটা ব্যবহারের জন্য দাম দিতে হয় মাত্র ১৮.৫০ টাকা (০.২৬ মার্কিন ডলার)। বিশ্বের ২৩০টি দেশের মোবাইল ডেটা খরচের তুলনামূলক সমীক্ষা করে ওই সংস্থাটি জানিয়েছে, আমেরিকায় ১ জিবি ডেটা ব্যবহারের জন্য দিতে হয় ১২.৩৭ ডলার, ব্রিটেনে ৬.৬৬ ডলার।
চিনের পরেই বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোনের বাজার এই ভারতেই। এখানে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ৪৩ কোটি। ২০১৬ সালে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও সবচেয়ে কম খরচে ফোর-জি টেলিকম পরিষেবা দিয়ে মোবাইল ডেটার খরচ কয়েক গুণ কমিয়ে দেয়। এই তিন বছরে রিলায়েন্স জিও-র গ্রাহক সংখ্যা বেড়ে পৌঁছেছে ২৮ কোটিতে। জিও-র সঙ্গে পাল্লা দিতে এয়ারটেল, ভোডাফোন প্রভৃতি প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলিও তাদের ডেটার দাম কমাতে বাধ্য হয়। ফলে, গোটা দেশে মোবাইল ডেটার খরচ অনেক কমে আসে।
ব্রিটেনের ওই মার্কেট রিসার্চ সংস্থাটি ২৩ অক্টোবর এবং ২৮ নভেম্বরের মধ্যে বিশ্বের ২৩০টি দেশের ৬৩১৩টি মোবাইল ডেটা প্ল্যান তুলনা করে রিপোর্ট প্রকাশ করেছে। এর মধ্যে ভারতের ৫৭টি প্ল্যান রয়েছে, ভারতে ১ জিবি ডেটার সর্বনিম্ন খরচ ১.৭৫ টাকা। রিপোর্টে বলা হয়েছে, “ভারতের জনসংখ্যার বেশির ভাগটাই তরুণ প্রজন্ম এবং এঁদের প্রযুক্তি সচেতনতা অনেক বেশি। সেই কারণে ভারতে স্মার্টফোনের বিশাল বাজার, মোবাইল টেলিকম পরিষেবায় তীব্র প্রতিযোগিতা এবং ডেটার দাম এত কম।”
টেলিকম নিয়ামক সংস্থা ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী, গত ডিসেম্বর মাসে কলকাতায় রিলায়েন্স জিও-র গ্রাহক বেড়েছে দু’লক্ষেরও বেশি। কলকাতায় জিও-র মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮১ লক্ষ। ডিসেম্বরের শেষে সারা দেশে জিও-র মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ২৮.০১ কোটি! ভারতের পরেই মোবাইল ডেটা সব চেয়ে সস্তা কিরগিস্তান, কাজাকিস্তান এবং ইউক্রেনে।এর উল্টো দিকে, মোবাইল ডেটা সব চেয়ে দামি জিম্বাবোয়েতে। সেখানে ১ জিবি ডেটার দাম ৭৫.২০ মার্কিন ডলার।