বিজেপিকে দেওয়া ভোট ফিরিয়ে দেওয়ার আর্জি জানালেন আসামের গায়ক জুবিন গর্গ। বছর দুয়েক আগে আসাম বিধানসভা নির্বাচনের সময় বিজেপির হয়ে গান গেয়েছিলেন তিনি। ভোটের সময় তাঁর কন্ঠকে ব্যবহার করেছিল গেরুয়া শিবির। কিন্তু নাগরিকত্ব বিল নিয়ে বিজেপির ওপর বেজায় চটেছেন জুবিন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্টও করেছেন গায়ক। চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকেও।
ফেসবুক পোস্টে জুবিন লিখেছেন, ‘প্রিয় সর্বানন্দ সোনোয়ালদা, আমি পাঁচ দিন আগে আপনাকে একটা চিঠি লিখেছিলাম। কিন্তু আপনি বোধহয় ব্যস্ততার কারণে উত্তর দেওয়ার সময় পাননি। আমার কন্ঠ ব্যবহার করে আপনারা যে ভোট পেয়েছেন তা কি আমি ফেরত পেতে পারি ? পারিশ্রমিক ফিরিয়ে দিতে আপত্তি নেই আমার’। ওই দীর্ঘ পোস্টে তিনি আরও লিখেছেন, ‘লোকসভায় বিল পাস হয়ে যাওয়ার পরও মুখ্যমন্ত্রী তাতে আপত্তি করতে পারতেন। তারপর যা হত সেটা পরে দেখা যেত। আমি এখনও মাথা ঠান্ডা রাখতে চাই। আগামী এক সপ্তাহ আসামের বাইরে থাকব। ফিরে আসার আগে মুখ্যমন্ত্রী যদি কোনও ব্যবস্থা করেন তাহলে ভাল হয়। সেটা না হলে আমি নিজের মতো করে বিক্ষোভ দেখাব। কী করবো সেটা আমি নিজেই এখনও জানি না’।
সোশ্যাল মিডিয়ায় ৮ লক্ষেরও বেশী অনুগামী জুবিনের। তাঁর পোস্ট প্রকাশ হওয়ার পরেই লাইক, শেয়ার ক্রমশ বাড়তে থাকে। তবে শুধু জুবিনই নন, আসামের আরেক বিখ্যাত গায়ক পাপানও এই বিলের বিরোধিতা করেছেন। তাঁরও মনে হয়েছে নাগরিকত্ব বিল আসামবাসীর বিশ্বাসে আঘাত হানবে।




