অ্যাডিলেডে টেস্ট জয়ের পর পারথে ভারতের হার। বিদেশের মাটিতে ফের একবার ভারতীয় ব্যাটিং ব্যর্থতার ছবি উঠে এসেছে। এবারের অস্ট্রেলিয়া সফরে পারথে স্পিনারের কাছে আত্মসমর্পণ করেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। আর এটাই অবাক করেছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
অজি অফস্পিনার নাথান লায়নকে কেন এত সমীহ করছেন বিরাটরা? বুঝে উঠতে পারছেন না সৌরভ গাঙ্গুলি। দেশের প্রাক্তন অধিনায়ক মনে করেন, লায়নের বিরুদ্ধে আক্রমণাত্মক হওয়া উচিত টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের।
দুটো টেস্টে ১৬ উইকেট নিয়ে ফেলেছেন লায়ন। চলতি সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারী এখন তিনিই। পার্থের বাউন্সি উইকেটেও সফল হয়েছেন। আট উইকেট নিয়েছেন। এডিলেড ও পার্থ–দুটো টেস্টেই ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। যদিও সৌরভের মতে, আক্রমণাত্মক ব্যাটিং করে লায়নের ছন্দ নষ্ট করা উচিত। না হলে আরও ঘাড়ে চেপে বসবে অজি অফস্পিনার। সৌরভের মতে, ‘ভেবেছিলাম কোহলিকে বার্তা পাঠাব। কিন্তু এখনও তা হয়ে ওঠেনি। তবে আমি বলব উপমহাদেশের বাইরে বিপক্ষ স্পিনারদের এত উইকেট দিও না। লায়ন ভাল স্পিনার। এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু শেন ওয়ার্ন, মুথাইয়া মুরলিথরন কিংবা গ্রেম সোয়ান মানেরও নয় আবার। আমি দেখছি লায়ন অফস্ট্যাম্পের বাইরে বল ফেললেই ভারতীয়রা ছেড়ে দিচ্ছে। খেলার ঝুঁকি নিচ্ছে না। আমি তো বলব লায়নকে আক্রমণ করুক আমাদের ব্যাটসম্যানরা। বোর্ডে অন্তত ৩৫০ এর বেশি রান থাকুক।’
ভুল কিছু যে বলেননি সৌরভ। তা প্রথম দুই টেস্টের বোঝা গেছে। এখন দেখার প্রাক্তন অধিনায়কের পরামর্শ বিরাট শোনেন কিনা।