এবার বাংলার দিদির হয়ে ব্যাট ধরলেন দাদা। রাজ্য সরকারের কাজের ভূয়সী প্রশংসা শোনা গেল সৌরভ গাঙ্গুলির মুখে। এই নিয়ে বুধবার একটি টুইটও করেন দেশের সর্বকালের সেরা অধিনায়ক।
রাজ্য সরকারের কাজের প্রশংসা করে বুধবারের টুইটে সৌরভ লিখেছেন, ‘রাজ্যে প্রথম কনভেনশন সেন্টার তৈরি হয়েছে রাজারহাটে। সম্মেলন হবে এখানে। দেশের মধ্যে সেরা আর্ট ফেসিলিটি এই রাজ্যেই আপনি দেখতে পাবেন। এটা রাজ্য সরকারের দারুন উদ্যোগ’।
সৌরভের মুখে রাজ্য সরকারের প্রশংসা এবারই প্রথম নয়। গত বছর বিশ্ব বাণিজ্য সম্মেলনের মঞ্চে বাংলায় বিনিয়োগের জন্য শিল্পপতিদের কাছে আবেদন জানিয়েছিলেন সৌরভ। মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গে বিনিয়োগ করলে এখানকার উদ্যমী মুখ্যমন্ত্রীর সবরকম সহযোগিতা আপনারা পাবেন’।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো জনপ্রিয় ব্যক্তিত্বের মুখে রাজ্য সরকারের কাজের এমন প্রশংসা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। জগমোহন ডালমিয়ার মৃত্যুর পরে নবান্ন থেকে সৌরভের সিএবি প্রেসিডেন্ট হওয়ার ঘোষণা করেছিলেন মমতা। রাজনীতি থেকে নিজেকে সচেতনভাবে দূরে সরিয়ে রাখলেও রাজ্যের স্বার্থে কিন্তু মমতার পাশেই থাকলেন সৌরভ।