ভারত এবং ব্রিটেন, এই দু’দেশেই কার্যত খারাপ সময় চলছে এককালীন ধনকুবের বিজয় মালিয়ার। এ দেশে তাঁর বিপুল সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে। এবার ব্রিটেনেও তাঁর বিলাসবহুল জীবনযাত্রায় পড়তে চলেছে খারাপ সময়ের কোপ।
মধ্য লন্ডনে কর্নওয়াল টেরেসের বিলাসবহুল বাসভবনটিও এবার আদালতের নির্দেশে হাতছাড়া করতে চলেছেন তিনি। শুধু তাই নয়। সুইস ব্যাঙ্ক ইউবিএস-এর বিরুদ্ধে মামলায় হেরে তিনি বাড়ির সঙ্গেই হারাতে চলেছেন তাঁর বড় পছন্দের সোনার কমোডটি!
গত বুধবার সুইস ব্যাঙ্ক ইউবিএস-এর সাথে মামলায় ইউকে হাইকোর্টে মালিয়ার বিপক্ষে রায় যায়। এবং তারপরেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁর বিলাসবহুল বাড়িটি বাজেয়াপ্ত করার আবেদন জানায় কোর্টে। এই আর্জিতে প্রাথমিক সম্মতি জানায় কোর্ট। শুধু তাই নয়, মামলার খরচ বাবদ ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ৮৮ হাজার ব্রিটিশ পাউন্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
গত অক্টোবর মাসে ওই বাড়ি থেকে মালিয়া ও তাঁর ছেলেকে সরানোর জন্য আদালতের দারস্থ হয়েছিল ইউবিএস। ব্যাঙ্কের তরফে দাবি ছিলো, ওই বাড়ি বন্ধক রেখে ব্যাঙ্ক থেকে ২ কোটি ৪ লক্ষ পাউন্ড ঋণ নিয়েছিলেন মালিয়া। কিন্ত নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সেই টাকা শোধ করেননি তিনি।
এক প্রত্যক্ষদর্শী জানান, সোনায় মোড়া যে কমোডটি এখন খবরে সেটি একবার দেখলেই চোখ কপালে উঠতে বাধ্য। একদিকে হাতছাড়া হতে চলেছে সেই বহুমূল্য সোনার কমোড, অন্যদিকে ভারতও উঠেপড়ে লেগেছে ঋণখেলাপি এই শিল্পপতিকে দেশে ফেরাতে। সব মিলিয়ে এখন উভয়সঙ্কটে এক সময়ের ‘লিকার ব্যারন’।