স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার না থাকায় অস্ট্রেলিয়ায় এ বারই ভারতের টেস্ট সিরিজ জেতার দারুণ সুযোগ বলে মনে করছে ক্রিকেটমহল। কিন্তু অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া অন্য কথা বলেছেন। স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নার না থাকলেও ভারতকে টেস্ট সিরিজে ৪-০ তে উড়িয়ে দেবে অস্ট্রেলিয়া। স্টিভ ওয়ার মতে, ভারতের অ্যাওয়ে রেকর্ড খুব খারাপ। তাই অস্ট্রেলিয়াই ফেভারিট।
স্টিভ ওয়া বলেছেন, “ইংল্যান্ডে প্রচণ্ড খারাপ সিরিজের পর অস্ট্রেলিয়ায় আসছে ভারত। গত পাঁচ-দশ বছরে ভারতের অ্যাওয়ে রেকর্ড খুব খারাপ। আমার মনে হয় এই টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াই চমকে দিতে পারে।” অস্ট্রেলিয়ায় ভারত কখনও টেস্ট সিরিজ জেতেনি। মোট ১১ সিরিজে ভারত হেরেছে আটটিতে। ড্র হয়েছে তিনটি সিরিজ।
চলতি বছরে ভারত দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে টেস্ট সিরিজে হেরেছে। তার মধ্যে ইংল্যান্ডে ৪-১ ফলে টেস্ট সিরিজ হেরেছে বিরাট কোহালির দল।
তাঁর মতে, “অস্ট্রেলিয়া যদি প্রথম ইনিংসে ৩৫০ রান করে তবে আমরাই টেস্ট জিতব। আমাদের বোলাররা বিশ্বমানের। আর বিশেষ করে আমাদের কন্ডিশনে ওরা ২০ উইকেট নেওয়ার ক্ষমতা ধরে। আমরা যদি প্রথম ইনিংসে ৩৫০ করে তুলতে পারি, তবে সিরিজ আমাদেরই হবে।” অস্ট্রেলিয়াকেই কার্যত ফেভারিট হিসেবে তুলে ধরতে চাইছেন তিনি।
অবশ্য, অস্ট্রেলিয়ার পারফরম্যান্সও এই মুহূর্তে স্বস্তির নয়। স্টিভ বলেছেন,”ভারতও দারুণ দল। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতার এটা সেরা সুযোগ হিসেবে দেখছে ওরা। বিরাট কোহলি দারুণ নেতাও। ও অসাধারণ ব্যাটসম্যান। যদি কোহলির মতো আরও কেউ রান করে দেয়, তবে ভারতেরও সুযোগ রয়েছে সিরিজ জেতার।”