কেটে গেছে ১ বছর ১১ মাস ১৪ দিন। কিন্তু আজও হদিশ মেলেনি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্র নাজিব আহমেদের। তাই এবার জেএনইউ ছাত্রের নিখোঁজ রহস্যের সিবিআই তদন্ত বন্ধের নির্দেশ দিল দিল্লী হাইকোর্ট। নিখোঁজ নাজিবের মা ফতিমা নাফিসের দাবি, তাঁর নিখোঁজ ছেলের তদন্তে গাফিলতি করেছে পুলিশ ও সিবিআই। এবার তিনি শীর্ষ আদালতে যাবেন।
২০১৬-র ২৫ নভেম্বর আদালতের দ্বারস্থ হয়েছিলেন জেএনইউয়ের ছাত্র নাজিব আহমেদের মা ফতিমা নাফিস। নিখোঁজ ছেলের সন্ধানে পুলিশের সহযোগিতা চান তিনি। কিন্তু ছয় মাস পরেও নাজিবের কোনও হদিশ না মেলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। কিন্তু নিখোঁজ হওয়ার প্রায় দুবছর পরেও নাজিব আহমেদের মামলার কোনও কিনারা করতে পারেনি সিবিআই।
অভিযোগ, রাজনৈতিক চাপের কাছে মাথা নোয়াচ্ছে তদন্ত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন নিখোঁজ ছাত্রের মা ফতিমা।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৫ অক্টোবর জেএনইউ ক্যাম্পাসের মাহি-মান্ডবি ছাত্রাবাস থেকে নিখোঁজ হয়েছিলেন নাজিব আহমেদ। তার আগের রাতেই সঙ্ঘ প্রভাবিত ছাত্র সংগঠনের সঙ্গে তাঁর বচসা হয়েছিল। তার পরের দিনই নিখোঁজ হয়ে যান নাজিব। ৯ এভিবিপি সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে ছাত্রের পরিবার।