‘চোখ থাকলে তবে তো তারা পরিবর্তন দেখবে। কান থাকলে তো শুনবে, হৃদয় থাকলে তো অনুভব করবে। খালি বক্তৃতা দিয়ে বেড়ায় আর বড় বড় কথা বলে। গত পাঁচ-ছয় বছরে রাজ্যের চেহারাটাই পালটে গেছে’। লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শারদোৎসবের সূচনা মঞ্চ থেকে এভাবেই বিরোধীদের বিঁধলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলার পাল্টে যাওয়া চেহারা প্রসঙ্গে লেকটাউনের সৌন্দর্যায়নের প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘আগে কী ছিল এখানে? বৃষ্টি হলেই বুক সমান জল। এখন এলাকা সাজানোর জন্য নৌকা আনা হয়। যে ঘরে থাকব সেটা পরিষ্কার রাখতে হবে’। সৌন্দর্যায়নের জন্য সমগ্র রাজ্যের জন্য নতুন স্লোগান দিয়েছেন মুখ্যমন্ত্রী – সেভ গ্রিন, কিপ ক্লিন।
পঞ্চায়েত ও পুরসভা স্তরের জনপ্রতিনিধিদের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ, ‘নিজের নিজের এলাকা সাজান। নির্দিষ্ট জায়গায় ময়লা-আবর্জনা ফেলার ব্যবস্থা করুন। আলো দিয়ে সাজান। দেখবেন সেজে উঠবে গোটা বাংলা’।
দেবীপক্ষ এখনও শুরু না হওয়ায় শ্রীভূমির পুজোমণ্ডপে মঙ্গলদীপ জ্বালিয়ে উদ্বোধনের আনুষ্ঠিকতায় যান নি মমতা। নিজের মুখেই বলেন ‘ধর্মীয় আচার আচরণ মেনে চলি। এটা আমার বিশ্বাস। মহালয়ায় বাগবাজার থেকে পুজো উদ্বোধন শুরু করব’। পাশপাশি নাম না করে বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, ‘বাঙালি-বিহারী, বাঙালি-মারোয়াড়ি, বাঙালি-গুজরাতি এখানে হয় না। সবটাই বাংলা। ভেদাভেদ আর বৈষম্য এখানে নেই। এটাই গোটা দেশের মধ্যে আলাদা পরিচয় দেয় বাংলাকে। কে কী খাবে, কে কী পরবে – তা এখানে ঠিক করা হয় না। এখানে সবাই একসঙ্গে আছি, একসঙ্গে থাকব’।