লাইবেরিয়ার প্রেসিডেন্ট এবং প্রাক্তন বিশ্বসেরা ফুটবলার জর্জ উইয়াহ ৫১ বছর বয়সে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমে বড় ধরনের চমক দেখালেন। লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায় নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের ৭৯ মিনিটে মাঠে নামেন তিনি। ম্যাচটিতে ২-১ গোলে হেরে যায় লাইবেরিয়া।
উইয়াহ তার খেলোয়াড় জীবনে ১৪ নম্বর জার্সি পরতেন। লাইবেরিয়া জাতীয় দল এই নম্বরের জার্সিকে অবসরে পাঠাতে চায়। জার্সিকে বিদায় জানাতে এই প্রীতি ম্যাচের আয়োজন করে দেশটি।
উইয়াহ মাঠে নামবেন কি না, সেটি নিশ্চিত ছিল না। সবাইকে অবাক করে ফুটবল ছাড়ার ১৬ বছর বাদে মাঠে নেমে পড়েন পিএসজি এবং এসি মিলানের প্রাক্তন স্ট্রাইকার।
উইয়াহ পিএসজি এবং এসি মিলান ছাড়া মোনাকো, মার্শেই, ম্যানচেস্টার সিটি এবং চেলসির হয়ে খেলেছেন। ১৯৯৫ সালে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন। একই বছর ব্যালন ডি’অরও জেতেন।