বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা আইসল্যান্ডের সঙ্গে ১-১ ড্র দিয়ে শুরু করা আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে উড়ে যায়। ২০০২ সালের পর প্রথম বারের মতো গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে গেছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী মঙ্গলবার ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার। তারপরও নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলের উপর।
দলের বাজে পারফরম্যান্সের জন্য প্রচন্ড সমালোচনার মুখে আছেন সাম্পাওলি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
আর্জেন্টিনার দুটি ম্যাচেই গ্যালারিতে উপস্থিত থাকা মারাদোনা এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, “ভেতরের প্রচন্ড হতাশাটা বর্ণনা করার ভাষা নেই। কারণ আর্জেন্টিনার জার্সি পরেছে এমন কেউ এটা দেখতে পারে না যে, আমাদের দল ওই ভাবে একটা ক্রোয়েশিয়া দলের কাছে উড়ে যাচ্ছে, যারা জার্মানি, ব্রাজিল, নেদারল্যান্ডস বা স্পেনের মানের নয়।”
“এই পরিস্থিতির একটা কারণ আছে। আর সেটা হলো এএফএ প্রধান (ক্লাউদিও তাপিয়া)। এএফএ এমন সব মানুষের দ্বারা পরিচালিত হয় যারা ফুটবল সম্পর্কে কিছুই জানে না।”
“আর্জেন্টিনার কোনো পরিকল্পনা নেই, কোনো কিছুর কোনো সমাধানও নেই। আমি বলতে চাচ্ছি মাঝমাঠ, রক্ষণ বা আক্রমণে, কোথাও নেই। ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা কোনো বাধার সৃষ্টি করতে পারেনি…পায়ে বলও ছিল না।”
প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার পর ক্রোয়েশিয়া ম্যাচেও আলো ছড়াতে ব্যর্থ হন অধিনায়ক লিওনেল মেসি। তবে বার্সেলোনা তারকার পাশেই থাকছেন ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে সবশেষ বিশ্বকাপ জেতানো মারাদোনা।
“সবাই লিওকে ধুয়ে দিচ্ছে। আমি মনে করি, লিও তেমনই খেলেছে যেমন তার খেলতে হতো, সে যতটা পারতো। সতীর্থদের সমস্যা ঠিক করা কঠিন।”