শুক্রবার দলীয় নেতা, কর্মীদের নিয়ে হুডখোলা গাড়িতে বনগাঁর বিভিন্ন প্রান্তে মহামিছিল করলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুর। বনগাঁ সীমান্তের জিরো পয়েন্ট থেকে শহরের ব্যস্ততম পথে চলল প্রার্থীর মিছিল। দলীয় পতাকা, সবুজ বেলুন, রণপা, আদিবাসী নৃত্য, ঢাক ইত্যাদি সহযোগে হয় মমতাবালা ঠাকুরের সমর্থনে এই শোভাযাত্রা। এই মিছিল বনগাঁর বিএসএফ ক্যাম্পের মোড়ে এসে শেষ হয়।
এই মিছিল থেকে তৃণমূল প্রার্থী হুডখোলা গাড়ি থেকে হাত নাড়ান মানুষের উদ্দেশ্যে। অর্জন করে নেন অগুণতি মানুষের ভালোবাসা। পেট্রাপোল সীমান্ত যে গ্রামের অধীন সেই ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষের উদ্যোগে গতকাল সীমান্তের জিরো পয়েন্ট থেকে শুরু হয় র্যালি। এখানে কাজের সূত্রে স্থানীয় থেকে বহিরাগত প্রায় হাজার হাজার মানু্ের সমাগম হয়৷ তাই প্রচারেও অগুণতি মানুষের ভালোবাসা কুড়িয়েছেন তৃণমূল প্রার্থী।