৪২ এ ৪২। লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ার আগে থেকেই এমনই ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ৪২ টাই আসবে তৃণমূলের দখলে এমনই অঙ্গীকার নিয়েছেন দলনেত্রী। তিনি যেমন নিজে ছুটে চলেছেন সর্বত্র তেমনই সমস্ত নেতা-কর্মীদেরও কোমর বেঁধে নেমের পড়ার নির্দেশ দিয়েছেন তিনি। আর এই ৪২ টা আসনের মধ্যে অন্যতম বহরমপুর লোকসভা কেন্দ্র। কারণ এটি অধীর চৌধুরীর গড়। তবে এখানে বেশ কয়বছরে নিজেদের পায়ের তলায় মাটি শক্ত করে ফেলেছে তৃণমূল। আর তাই এবার এই আসন দখল করতে আশাবাদী বহরমপুরের তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার।
সেইমত আজ বহরমপুর শহর জুড়ে অপূর্ব সরকারের সমর্থনে বিশাল মিছিল করল মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ। সভায় উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। মিছিলের আগে সভা মঞ্চ থেকে তৃণাঙ্কুর বলেন, ‘এই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তৃণমূলের সম্পদ। ছাত্র যুবরা যে ভাবে এগিয়ে আসছে তাতে মুর্শিদাবাদে ৩ এ ৩ ই পাবে তৃণমূল।’
এই মিছিলে তৃণাঙ্কুর ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সাহা, তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব সাধারণ সম্পাদক সৌমিক হোসেন, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভিষ্মদেব কর্মকার সহ বহু তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা।