এবার বিজেপিকে কান্দাহার কাণ্ডের কথা মনে করিয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার ও কংগ্রেস নেতা নভোজ্যৎ সিং সিধু। প্রশ্ন তুললেন, কারা ছেড়েছিল মৌলানা মাসুদ আজহারকে?
পুলওয়ামা জঙ্গী হামলার ঘটনার দায় স্বীকার করেছে এই মাসুদ আজহারের হাতে তৈরি জইশ-ই-মহম্মদ। ১৯৯৯ সালে বিমান ছিনতাইয়ের পরে বিজেপি সরকারই মুক্তি দিয়েছিল এই মৌলানা মাসুদ আজহারকে। জেল থেকে বেরিয়ে সে জইশ-ই-মহম্মদ নামে জঙ্গি সংগঠনটি তৈরি করে। সেই সংগঠনই পুলওয়ামায় বিস্ফোরণ ঘটিয়েছে।
সিধুর প্রশ্ন, যারা আমাকে দেশদ্রোহী বলে তকমা দিচ্ছেন, তাঁদের সবাইকে বলা উচিত, কারা মাসুদকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল। বিজেপি তাকে খুঁজে বার করার জন্য এতদিন কী করেছে?
প্রসঙ্গত, পুলওয়ামায় জঙ্গি হানার পরে পঞ্জাবের মন্ত্রী নভজ্যোৎ সিং সিধু মন্তব্য করেছিলেন, কয়েকজনের কাজের জন্য একটা দেশকে দোষ দেওয়া যায় না। তার পরে নানা মহল থেকে সমালোচনার মুখে পড়েন তিনি। এরপরেই সিধু পাল্টা দিলেন বিজেপিকে। মনে করিয়ে দিলেন বিজেপি সরকারই ছেড়ে দিতে বাধ্য করেছিল এই কুখ্যাত জঙ্গীদের।
সিধুর কথায়, ‘তোমাদের যদি ক্ষমতা থাকে, তাহলে দোষীদের খুঁজে বের কর এবং প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে দাও। ভারতের শান্তি ও উন্নয়নে কয়েকজন জঙ্গী ব্যাঘাত ঘটাক, আমরা চাই না’।
তাঁর বিরুদ্ধে বিজেপির বিক্ষোভের কথা উল্লেখ করে পঞ্জাবের মন্ত্রী বলেন, ‘এইভাবে আমাকে ভয় দেখানো যাবে না। তাঁর কথায়, আমি যাতে আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারি, সেজন্য চেষ্টা করছে কেউ কেউ। তারা আগেও এমন চেষ্টা করেছে। তাতে আমি আরও শক্তিশালী হয়ে উঠেছি’।




