কলকাতা : যাত্রী সুবিধার্থে নয়া পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। এবার ‘লেট নাইট’ সার্ভিস চালু করবে পরিবহণ নিগম। শহরের গুরুত্বপূর্ণ ২০টি রুটে রাত পৌনে ১১টায় ছাড়বে শেষ বাস। সরকারি, বেসরকারি উভয় বাসই পাওয়া যাবে গুরুত্বপূর্ণ রুটগুলোতে। এর আগেও নাইট সার্ভিস চালু থাকলেও করোনাকাল থেকে তা বন্ধ হয়ে যায়। ফের চালু হতে চলেছে তা।
সোম থেকে শুক্রবার এই বিশেষ পরিষেবা মিলবে এসি ২৪এ, এসি৫, এসি৫০এ, এসি ১২ডি, এসি ৩৯, ইবি ১৪, ই১, এস২৪, এস৭, এস৩এ, এস৩০, এস১২ডি, এসি ৩৭, এসি৪৭, এসি৫৪, এস১২, এস১০এ, এস৩১, ই৩২, এস২২ রুটগুলিতে। বাসগুলি ধর্মতলা, এক্সাইড, রাসবিহারি, টালিগঞ্জ মেট্রো, কামালগাজি, রুবি, বেলেঘাটা বিল্ডিং মোড়, উল্টোডাঙা, ডানলপ, শ্যামবাজার, গিরীশ পার্ক, ঠাকুরপুকুর, বেহালা ১৪ নম্বর, তারাতলা, সায়েন্সসিটি, খিদিরপুর, পার্ক সর্কাস, পিটিএস এই সমস্ত গুরুত্বপূর্ণ মোড়গুলো কভার করছে এই বাসগুলি।
পাশাপাশি, দূরপাল্লার রুটের জন্য ৬টি নতুন ভলভো বাস কিনছে রাজ্য সরকার। ৪৩ সিটের এই বাসগুলোর এক একটির দাম প্রায় সওয়া এক কোটি টাকা। পরিবহণ নিগমের হাতে এখন প্রায় ৭০টি ভলভো বাস রয়েছে। তবে রক্ষণাবেক্ষণের কাজ চলায় বেশিরভাগই এখন ডিপোয়। সেগুলি সারিয়ে দ্রুত নামানো হবে বলে জানিয়েছন পরিবহন নিগমের কর্তারা। রাত বাড়তে হাতে গোণা কয়েকটি রুট ছাড়া আর বাস পাওয়া যেত না বলে যে অভিযোগ ছিল, তাও আর থাকবে না বলেই জানাচ্ছেন পরিবহন নিগমের আধিকারিকরা। এসি, নন-এসি দুই বাসই চালু হয়েছে ইতিমধ্যেই।