Farmers Protest ফের চাপ বাড়তে চলেছে মোদী সরকার তথা বিজেপির। সামনেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন। তার আগেই আন্দোলনের ঝাঁজ বাড়াতে চলেছেন কৃষকরা। পদ্মশিবিরকেসআরও কোণঠাসা করতে নেওয়া হচ্ছে একাধিক কর্মসূচি। আর এবার কৃষকদের সঙ্গে যোগ দিচ্ছেন শ্রমিক-কর্মচারীদের একাংশ। হরিয়ানার হিসারে ৭ সেপ্টেম্বর মেগা কিষাণ মজদুর মহাপঞ্চায়েতের ডাক দিয়েছে আন্দোলনরত সংগঠনগুলি।
আরও পরুনঃ সোমবার হবে আর জি কর মামলার শুনানি – জানাল সুপ্রিম কোর্ট
প্রসঙ্গতর উক্ত সমাবেশ মঞ্চ থেকে বিজেপি বিরোধী বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা করবেন কৃষক এবং শ্রমিকরা। সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়েছে, দিল্লী থেকে সর্বভারতীয় সংগঠনগুলির শীর্ষ নেতারাও যোগ দেবেন আন্দোলনে। কৃষক ও শ্রমিকদের সম্মিলিত আন্দোলন কর্মসূচির জেরে বিজেপির যে অস্বস্তি বাড়তে চলেছে, তা বলাই বাহুল্য।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1832029989438443733