Supreme Court শীর্ষ আদালতে আর জি কর মামলার শুনানি হতে চলেছে আগামী সোমবার। আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যা মামলার শুনানির এই নতুন দিনক্ষণের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। ওইদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলার শুনানি হবে। আরও দুই বিচারপতি, জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র মামলা শুনবেন।
আরও পরুনঃ ‘আর জি কর কাণ্ডে কবে চার্জশিট দাখিল করে অভিযুক্তদের বিচার শুরু করাবে সিবিআই?’ – প্রশ্ন তুললেন ডেরেক
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এই শুনানি হওয়ার কথা ছিল। সকলে শুনানির জন্য আশা করে ছিলেন। শুনানির আগের দিন বুধবার রাতে তাই নানা প্রতিবাদ কর্মসূচির আয়োজনও করেছিলেন আন্দোলনকারীরা। কিন্তু বুধবার সন্ধ্যায় হঠাৎ শীর্ষ আদালতের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বসছে না। এবার ঘোষণা করা হল নতুন দিনক্ষণ।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1832026143165186388