ব্যাট হাতে জয় করেছেন অজস্র ফ্যানের মন৷ কিন্তু মাঠে তাঁর আচরণ আবার সমালোচিত হয়েছে৷ পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে অজি অধিনায়কের সঙ্গে ভারত অধিনায়কের এই হেন আচরণকে ভালো চোখে দেখেননি অনেকেই৷ বেশ কিছু তারকা তার জমিয়ে সমালোচনা করছেন। তবে মাঠে বিরাট কোহলির এই আগ্রাসনকে কুর্নিশ জানাচ্ছেন প্রাক্তন অজি অধিনায়ক অ্যালান বর্ডার৷
বর্ডার ফক্স ক্রিকেটের পাডকাস্ট ‘দ্য ফলোঅন’ এ কথা বলতে গিয়ে বলেছেন, ‘এই মুহূর্তে ক্রিকেটে বিরাটের মতো চরিত্র কম রয়েছে৷ আমি খুব বেশি ক্যাপ্টেনকে দেখিনি, তাঁর দল উইকেট তুলে নেওয়ার পর এত উত্তেজিত হতে৷ এটা দরকার৷ এই প্যাশনটা ভীষণ দরকার৷’ পার্থ টেস্টের চতুর্থ দিন অজি অধিনায়াক টিম পেইনের সঙ্গে চোখে চোখ রেখে বিরাটের বকবিতন্ডা অনেকের কাছে সামালোচিত হলেও তাঁর আগ্রাসনের প্রশংসা করেছেন বর্ডার৷ শেষ আম্পায়ার এসে বিরাট-পেইনের ছায়াযুদ্ধ থামায়৷
ভারত অধিনায়কের আগ্রাসন সম্পর্কে বলতে গিয়ে বর্ডার জানান, ‘দেশের বাইরে সিরিজ জিততে বিরাট উদগ্রীব৷ টেস্টের এক নম্বর দল হিসেবে ভারতের সেটা করার ক্ষমতা রয়েছে৷ ক্যাপ্টেন হিসেবে বিরাটের মধ্যে সেটাই ধরা পড়ছে৷’ চলতি বছরে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড টেস্ট সিরিজ হেরে অস্ট্রেলিয়ায় পা-রেখেছে টিম কোহলি৷ এছাড়াও অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজের স্বাদ পেতে মরিয়া ভারত৷ ১২বারের অজি সফরে কোনওবার টেস্ট সিরিজ জিতে দেশে ফেরেনি টিম ইন্ডিয়া৷
একই সঙ্গে বর্ডার মনে করছেন, নেতা হিসেবে বিরাটের এই প্যাশান টিমের বাকিদের মধ্যেও সঞ্চারিত হওয়া প্রয়োজন। তাঁর কথায়, ‘আমার মনে হয়, বিরাটও এটা জানে। কারণ, ভারতীয় টিমে বিরাটই একমাত্র চরিত্র, যার সেই ক্ষমতা আছে এবং যা নিয়ে কথা বলা যায়। বাকিরা খুব ভালো ক্রিকেটার হলেও, আমার মনে হয় তারা তুলনায় শান্ত।’ একটু থেমে তাঁর সংযোজন, ‘আমার মনে হয়, এ জন্যই বিরাট সামনে থেকে নেতৃত্ব দেয়। এবং সত্যিকারের প্যাশান দেখিয়ে টিমকে এগিয়ে নিয়ে যায়। আমার মনে হয়, খুব স্বাভাবিক ভাবেই ওর এটা আসে।’