গোটা বাংলা জুড়েই বিজেপি বনাম বিজেপি কোন্দল লেগেই রয়েছে। বীরভূমের পর এবার বর্ধমানেও বিজেপির গােষ্ঠীকোন্দলের জেরে জেরবার জেলা সংগঠন। বিজেপির নেতারা যখন দাবি করছেন বাংলায় তাঁদের সংগঠন বাড়ছে, তখন আবারও তাঁদের রুগ্ন ছবিটাই প্রকট হয়ে উঠছে রাজ্যবাসীর কাছে। অবস্থা এমনই যে আউসগ্রামের বিজেপি নেতৃত্ব কার্যত জেলা সংগঠনের বিরুদ্ধে জেহাদ ঘােষণা করেছে।
বহুদিন ধরেই জেলা বিজেপির সভাপতি সন্দীপ নন্দীর বিরুদ্ধে দলের কর্মীদের মনে ক্ষোভ জমেছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপােষণ, দল বিরােধী কার্যকলাপ-সহ একাধিক অভিযােগ তুলেছেন দলীয় কর্মীদের একাংশ। জেলা সংগঠনের এক কর্মী জানান, সন্দীপ সংগঠনকে কার্যত বুড়াে আঙুল দেখিয়ে একক ভাবে দল পরিচালনা করার চেষ্টা করছেন। তাঁর এই মনোভাবকে কেন্দ্র করেই গোষ্ঠীকোন্দল চরমে উঠেছে জেলায়। বিশেষ করে আউসগ্রামে তা মাত্রা ছাড়িয়ে গিয়েছে।
জেলা সভাপতির বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযােগ, রাজ্য নেতৃত্বের নির্দেশকে অমান্য করে অন্য দল থেকে আসা কর্মীদের দিয়ে কাজ করাচ্ছেন তিনি। কিন্তু যাঁরা প্রথম দিন থেকে দলের সংগঠন তৈরির কাজে ছিলেন, তাঁদের এখন নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। জেলা কমিটির সদস্যদের অন্ধকারে রেখে সন্দীপ নন্দী নিজের ইচ্ছে মতােই কর্মসূচি গ্রহণ করছেন। এমন অভিযোগ বহুবারই কানে এসেছে রাজ্য নেতৃত্বের।
তবে পরিস্থিতি এবার এমন জায়গায় পৌঁছেছে যে, সমস্যা সমাধানে রাজ্য বিজেপি নেতৃত্বকেও হস্তক্ষেপ করতে হচ্ছে। ভোটের আগে জেলায় জেলায় এমন গোষ্ঠীকোন্দল নিয়ে গেরুয়া শিবির যে বেজায় বিড়ম্বনায় পড়েছে, তা বলাই বাহুল্য।