অবশেষে সুখবর এল৷ জটমুক্ত হল এসএসসি৷ সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, শারীরিক প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষিত রেখে বাকি ক্ষেত্রে শিক্ষক নিয়োগের জন্য৷
২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশন নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়৷ পরীক্ষাটি হয় ২০১৭ সালে৷ ফলাফল প্রকাশিত হয় ওই বছরই জুনে৷ অগস্টে শুরু হয় শিক্ষক নিয়োগের পক্রিয়া৷ জটিলতা শুরু হয় তখন থেকেই৷
২০১৮ সালে এক শারীরিক প্রতিবন্ধী নীতেশ মাঝি ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সংরক্ষিত আসন বৃদ্ধির দাবিতে৷
তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট কিছুদিনের জন্য বাংলা বিষয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দেয়৷ তারপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষামন্ত্রী বিষয়টি দেখভাল করেন৷ আর তার পরই সুষ্ঠু সমাধান হয় এসএসসি জটিলতার৷