মাওবাদীদের নামে লেখা পোস্টারে বিজেপিকে স্বীকৃতি! এখানেই শেষ নয়, বিজেপি নেতাদের না মানলে গ্রামছাড়া করারও হুমকি দেওয়া হল পোস্টারে। এতেই পোস্টারগুলি আদৌ মাওবাদীদের কিনা সেই নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। ঝাড়গ্রামের জামবনিতে মিলল সাদা কাগজে লাল কালিতে লেখা এমন পোস্টারের হদিশ।
ঝাড়্গ্রামের জামবনিতে মাওবাদীদের নামে লেখা এমনই বেশ কয়েকটি পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের স্থানীয় প্রাক্তন ব্লক সভাপতি জগদীশ মাহাতোর বাড়িতে। তাতে লেখা, ‘টুলিবড়, বামুনডিহা, সারেঙ্গা – এই তিনটি বুথ এলাকায় তৃণমূল করা যাবে না’। পাশাপাশি, ‘এলাকায় সিন্ধু মাহাতো ও বাবলু মাহাতো শেষ কথা বলবে। তাঁদের ওপর হামলা হলে কেউ রেহাই পাবে না’ বলে হুমকি।
কে এই সিন্ধু মাহাতো ও বাবলু মাহাতো? এঁরা দুজনেই বিজেপি নেতা। গত নির্বাচনে জামবনি পঞ্চায়েত সমিতিতে তৃণমূল প্রার্থীকে পরাজিত করেছিলেন বিজেপির কৃপাসিন্ধু মাহাতো। আর বাবলু মাহাতো এলাকায় বিজেপি নেতা হিসাবে পরিচিত। এখন মাওবাদীরা কেন তাঁদের মানতে বলবে, সেটাই লক্ষ টাকার প্রশ্ন।
এমন পোস্টার দেখে জগদীশ মাহাতো বললেন, ‘লেখা দেখে বোঝার চেষ্টা করুন, মাওবাদীরা করেছে নাকি যাঁদের মানার কথা বলা হয়েছে তারা নিজেরা করেছে’। খবর পেয়ে ভিলেজ পুলিশ পোস্টারগুলি স্থানীয় থানায় নিয়ে গেছে। ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে’।