আজ দীপাবলি, আলোর উৎসব। আকাশ ফানুসে ভরে যাওয়ার দিন। কিন্তু এই আলোর উৎসবেও সকাল থেকেই আকাশের মুখ ভার৷ ইতিমধ্যেই কয়েক পশলা বৃষ্টিতে ভিজেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিপাত হবে। কলকাতা–সহ দুই ২৪ পরগণাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ইতিমধ্যেই কলকাতার কিছু অংশ-সহ কাঁথি, ডায়মন্ডহারবারে হালকা বৃষ্টি শুরু হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে৷ যার জেরে উত্তর ওড়িশা থেকে বর্জ্রগর্ভ মেঘ ঢুকছে বাংলায়৷ ফলস্বরূপ বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকার পূর্বাভাস দিয়েছিলেন আবহাওয়াবিদরা৷ সেই মতো এদিন সকাল থেকেই আকাশের মুখভার৷
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আজ আকাশ মেঘলা থাকবে। উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টি হবে দুই ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া–সহ উপকূলীয় জেলাগুলিতে৷ পাশাপাশি কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে৷ তবে দুপুরের পর থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে। আকাশ যদিও সারাদিন মেঘলাই থাকবে৷