অ্যাওয়ে ম্যাচে নেরকা এফসির বিরুদ্ধে ২-০ গোলে সহজ জয় তুলে নিল লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গলের হয়ে গোল দুটি করলেন সদ্য নিযুক্ত মেক্সিকান স্ট্রাইকার এনরিকে আলেজান্দ্রো। প্রথমার্ধের ১০ ও দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করেন এনরিকে।
ম্যাচ শুরুর আগে দল নির্বাচন নিয়ে বেশ চাপেই ছিলেন কোচ আলেজান্দ্রো। একাধিক চোট সমস্যা এবং সর্বোপরি কার্ড সমস্যার জন্য অধিনায়ক সামাদ আলি মল্লিককে পায়নি লাল হলুদ শিবির। তাছাড়া নেরোকার কুমান লাম্পক স্টেডিয়ামের মোটা ঘাস নিয়েও চিন্তিত ছিলেন কোচ আলেজান্দ্রো। সেকারণে মাঝমাঠে খেলানোর পরিকল্পনা থাকলেও শেষপর্যন্ত বিশ্বকাপার অ্যাকোস্টাকে রক্ষণেই খেলান স্প্যানিশ কোচ। তবে, এসব সমস্যা কাটিয়ে সহজেই নেরোকাকে হারিয়ে দিল লাল-হলুদ শিবির। সৌজন্য মেক্সিকান স্ট্রাইকার এনরিকের জোড়া গোল।
এদিন জোড়া গোল করলেও ইস্টবেঙ্গল যে ফুটবল উপহার দিল তাতে খুব একটা সন্তুষ্ট হবেন না কোচ আলেজান্দ্রো। বেশ কিছু মিস পাস এবং রক্ষণের ভুলভ্রান্তি চোখে পড়ল। তবে, মরশুমের প্রথম ম্যাচ তাও অ্যাওয়ে, স্বাভাবিকভাবেই ২-০ গোলের জয়ে খুশি লাল-হলুদ শিবির। তাছাড়া স্ট্রাইকার এনরিকের পারফরম্যান্সও আশা জোগাচ্ছে লাল-হলুদ শিবিরকে।