তিন দিনের সিপিএম কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষ। কি নির্যাস উঠে এল? সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আমরা বিজেপি এবং তৃণমূল-দুটি দলকেই হারানোর চেষ্টা করব। কিন্তু প্রশ্ন হল, ওই হারানোর চেষ্টার মধ্যে কংগ্রেসের সঙ্গে সখ্য থাকবে কিনা। এই অবস্থায় কীভাবে বিজেপিকে ক্ষমতাচ্যুত করে ধর্মনিরপেক্ষ সরকার গড়ার কাজে হাত দেওয়া যাবে, এই প্রশ্নে দ্বিধাবিভক্ত সিপিএম কেন্দ্রীয় কমিটি।
কংগ্রেসের হাত ধরতে কেন্দ্রীয় কমিটির সহায়তা দাবি করেছেন বিমান-সূর্যকান্তরা। এই প্রস্তাব নিয়ে একপ্রস্থ আলোচনাও হয়েছে। তবে দলের পার্টি কংগ্রেসে গৃহীত সিদ্ধান্তকে অতিক্রম করে চূড়ান্ত অবস্থান স্থির করতে পারেননি সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতারা।
তাই বাধ্য হয়েই তিন দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষ হয়ে যাওয়ার পর নয়াদিল্লীর একে গোপালন ভবনে আরও একবার সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে আলাদা বৈঠকে বসেন রাজ্য কমিটির দুই জোটপন্থী নেতা বিমান বসু ও সূর্যকান্ত মিশ্র। সিপিএমের সাধারণ সম্পাদকই এই মুশকিল আসান করবেন বলে আশায় রাজ্য নেতৃত্বের বড় অংশ।