অবশেষে স্পনসর সমস্যা মেটার পথে মোহনবাগানের। বুধবার এফসিআইয়ের বিরুদ্ধে কলকাতা লিগের ম্যাচে খেলতে নামার আগেই নতুন ইনভেস্টরের নাম ঘোষণা করা হল ক্লাবের তরফ থেকে। সামনেই আবার নির্বাচন। আর তার আগেই মূলত নির্বাচনী চমক দিল অঞ্জন মিত্র গোষ্ঠী। জানা যাচ্ছে, বাগানের নতুন ইনভেস্টরের নাম ‘স্ট্রিম কাস্ট’। বহুজাতিক এই সংস্থার অফিস রয়েছে আমেরিকা, মধ্য এশিয়া, ইউরোপ এবং মুম্বইয়ে। ১০ বছরে ২০০ কোটি টাকার চুক্তি হতে চলেছে বলে খবর। আগামী ৯ সেপ্টেম্বর মোহনবাগান ক্লাবের ডিরেক্টরদের সঙ্গে বৈঠকে বসবেন ওই সংস্থার আধিকারিকরা। সেখানে আগে সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। সমস্ত বিষয় নিয়ে বোর্ড অব ডিরেক্টর্সের সদস্যরা সহমত হলে স্বাক্ষরিত হবে মৌ–চুক্তি। সবকিছু ঠিকঠাক থাকলে এরপর ১৫ সেপ্টেম্বর থেকে কাজ শুরু করে দেবে ইনভেস্টর সংস্থা। জানা গিয়েছে, এই সংস্থার হাতে থাকবে মোহনবাগানের ৭৪ শতাংশ শেয়ার। সংস্থার তরফ থেকে ১০ বছরে ২০০ কোটি টাকা দেওয়ার পাশাপাশি আরও ১৫০ কোটি টাকা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ‘স্ট্রিম কাস্ট’। এছাড়া থাকবে কো–স্পনসরও। এরপর ১৫ সেপ্টেম্বর আইএসএল–এর বিড ওপেন হওয়ার পর মোহনবাগানের তরফ থেকে বিড পেপার তোলাও হবে। এদিকে, ১৫ সেপ্টেম্বর বাগান নির্বাচন নিয়ে হাইকোর্ট নিযুক্ত তিন প্রাক্তন বিচারপতির সঙ্গে বৈঠকে বসবেন টুটু–অঞ্জন গোষ্ঠীর কর্তারা। ওইদিনই সম্ভবত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। তার আগেই এই চমক।
