মালদহ : আরও একবার ফুটে উঠল বিজেপির আভ্যন্তরীণ কোন্দলের চিত্র।(Bengal BJP) এবার বন্যা ত্রাণের টাকা খরচের রিজিউলেশন বৈঠকে বাদানুবাদ ও হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপির পঞ্চায়েত সদস্য-সদস্যরা। আক্রান্ত দু’পক্ষের দুই বিজেপি মহিলা গ্রাম পঞ্চায়েত সদস্যা। একে অপরের বিরুদ্ধে পুলিশে দায়ের অভিযোগ করেছেন তাঁরা।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে বিজেপি পরিচালিত মালদহের মানিকচকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত অফিসে। ক্রমাগত বৃষ্টির জন্য ভূতনীর দক্ষিণ চণ্ডীপুরে বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়। স্থানীয়দের সমস্যা মেটাতে সরকারের তরফে বন্যাত্রাণ, নৌকা ভাড়া-সহ বিভিন্ন খাতে মোট ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। স্থানীয় প্রশাসনের তরফে সম্প্রতি সেই টাকা খরচের হিসাব চাওয়া হয়।
এরপর রেজিউলেশন তৈরি জন্য বৈঠকে বসেন বিজেপি পরিচালিত পঞ্চায়েতের সদস্যরা।(Bengal BJP) সূত্রের খবর, সেই বৈঠকেই মতবিরোধ ঘটে। বচসা গড়ায় হাতাহাতিতে। বিজেপির দুই মহিলা পঞ্চায়েত সদস্য একে-অপরের বিরুদ্ধে মারধর, পালটা মারধরের লিখিত অভিযোগ দায়ের করেন। এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। তিনি জানান, বন্যাত্রাণের টাকা ভাগাভাগি নিয়েই গোষ্ঠীদ্বন্দ্বের সূত্রপাত।




