নদিয়া: সোমবার সকাল থেকেই শুরু কালীগঞ্জ উপনির্বাচনের(Bi Election )ভোট গণনা। বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন প্রয়াত বিধায়ককন্যা আলিফা আহমেদ। প্রথমে পোস্টাল ব্যালট গণনা চলছে। মোট ২৩ রাউন্ড গণনা হবে বলে জানা গিয়েছে। ১৬ রাউন্ডেও ৪৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল। দ্বিতীয়তে বিজেপি, তৃতীয় কংগ্রেস।
Read More: মমতার সঙ্গে দেখা করতে কলকাতায় বাংলাদেশের হাইকমিশনার! কবে হতে চলেছে সাক্ষাৎ
পোস্টাল ব্যালট গণনার প্রাথমিক ধাপে পিছিয়ে ছিল বিজেপির আশিস ঘোষ, বাম সমর্থিত কংগ্রেসের কাবিলউদ্দিন শেখ। ১৬ রাউন্ড গণনার শেষে ৪৫৪৫৬ ভোটে এগিয়ে তৃণমূল। মাঝে কয়েক রাউন্ড দ্বিতীয় স্থানে উঠে এলেও ফের তৃতীয় স্থানে নেমে গিয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। দ্বিতীয় স্থানে বিজেপি।তৃণমূল ৭৭৬১০ ভোটে এগিয়ে। বিজেপি – ৩২১৫৪ ও কংগ্রেস — ২৩২৭১।
Link: https://x.com/ekhonkhobor18/status/1936447195797991734?t=HT2vI_9MiFnbM2hN4IP2FA&s=19
প্রসঙ্গত, কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে লালের অকালপ্রয়াণে গত ১৯ জুন এখানে শান্তিপূর্ণভাবে উপনির্বাচন(Bi Election )হয়েছে। ভোটদানের সার্বিক হার ছিল ৭২ শতাংশের সামান্য বেশি। আজ ফলপ্রকাশ। ২০২১ সালে এই কেন্দ্র থেকে ৪৭ হাজারের বেশি ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে পরাজিত করেছিলেন তৃণমূলের নাসিরউদ্দিন আহমেদ। এখন দেখার তাঁর কন্যা আলিফা একই ছন্দ বজায় রাখতে পারেন কিনা!