কলকাতা : বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা ও অরাজকতা। একের পর এক ঘটে চলেছে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন, মনীষীদের অপমান, স্থাপত্যকীর্তি ভাঙচুরের মতো ঘটনা। সদ্যই সিরাজগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরর স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।
Read More: হানিমুনে বাধা! বিষ খাইয়ে ২ সন্তানকে খুন মায়ের, চাঞ্চল্য ছড়াল যোগীরাজ্যে
বিষয়টি আন্তর্জাতিক হওয়ায় তার যথাযথ তদন্তের দাবিতে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)জানা যাচ্ছে, এসবের মাঝেই এবার মমতার সঙ্গে দেখা করতে আসছেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা। আগামী সোমবার নবান্নে সেই সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যা অত্যন্ত তাৎপর্যপূ্র্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এর আগে ২০১৬ সালে তৎকালীন ঢাকার হাইকমিশনার মোয়াজ্জেম আলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।(Mamata Banerjee)অর্থাৎ দীর্ঘ ৯ বছর পর বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসছেন প্রতিবেশী দেশের দূত। সূত্রের খবর, সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর নিয়ে ‘প্রকৃত তথ্য’ মমতার কাছে তুলে ধরবেন হামিদুল্লা। এছাড়া কথা হতে পারে সীমান্ত সমস্যা নিয়েও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1936443851914567706?s=19