কলকাতা: বিগত কয়েকদিনে গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী। এবার এর মধ্যেই স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। বুধে সারা দিন মেঘলা আকাশ, বৃহস্পতিতেই বৃষ্টি! শনিবার, ১৪ জুন দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মধ্য ও পূর্ব ভারতের কিছু রাজ্যে ঢুকে পড়তে পারে।(Weather Update) হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল হবে আরও দু-তিন দিন পর, এমনটাই মনে করছে হাওয়া অফিস।
Read More: এখনই কলকাতার রাস্তা থেকে উঠছে না ১৫ বছরের পুরনো যান, জানাল হাইকোর্ট
উত্তরবঙ্গে শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে কিছুটা কমবে তাপমাত্রা। আজ, বুধবারও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায়। বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। উল্লেখ্য, ভারী বৃষ্টির সতর্কতা অন্ধ্রপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক ও কেরলে।

হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার থেকে বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে।(Weather Update) শনিবার পর্যন্ত চলবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম, মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1932728373199188447