কলকাতা : এখনই শহর কলকাতার রাস্তা থেকে বাতিল হচ্ছে না ১৫ বছরের পুরনো বাণিজ্যিক যান। আগেই পরিবহণ সমস্যা এবং বাস মালিক সংগঠনের দীর্ঘদিনের দাবি মাথায় রেখে নীতিগতভাবে পুরনো বাস চালু রাখার প্রস্তাবে সায় দিয়েছিল রাজ্য সরকার। সেই যুক্তিকেই মান্যতা দিল কলকাতা হাইকোর্ট।(Kolkata High Court)
Read More: পরিবারের অমতে লিভ ইন করার ‘শাস্তি’! যোগীরাজ্যে বাবা ও দাদার হাতে খুন যুবতী
তবে রয়েছে কিছু শর্ত। নতুন নিয়ম অনুযায়ী, কোনও বাণিজ্যিক যান ১৫ বছরের পুরনো হলেও তা রাস্তার উপযোগী কি না, তা যাচাই করতে বছরে দু’বার ‘ফিটনেস সার্টিফিকেট’ নিতে হবে। এই পরীক্ষায় পাশ করলেই মিলবে রাস্তায় নামার অনুমতি। এই সার্টিফিকেটই হবে পুরনো যান চলাচলের সবুজ সংকেত। আগামী ১৭ জুন রাজ্য সরকার নয়া এই সংক্রান্ত নয়া যে গাইডলাইন হতে চলেছে, তার খসড়া আদালতে জমা দেবে। সেই খসড়া দেখে আদালত(Kolkata High Court) তার মতামত জানালে তা প্রকাশিত হবে বিজ্ঞপ্তি আকারে।
প্রসঙ্গত, সোমবার এবিষয়ে রাজ্যে পরিবহণ দফতরের সঙ্গে বাস সংগঠনগুলির বৈঠক হয়। ঠিক হয়, বছরে দু’বার গাড়ির স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। দূষণ পরীক্ষার জন্য দিতে হবে অতিরিক্ত ১০০ টাকা। সার্টিফিকেট নেওয়ার মেয়াদ থাকবে ছ’মাস। রাজ্যের বক্তব্য, এক ধাক্কায় সমস্ত পুরনো বাস তুলে দিলে শহরের গণপরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে। পাশাপাশি, পরিবেশের বিষয়টিও গুরুত্বপূর্ণ। তাই বিকল্প হিসাবে ১৫ বছর পার করা গাড়িগুলির স্বাস্থ্যপরীক্ষার ভিত্তিতে রাস্তায় চলার অনুমতি দেওয়া হবে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1932431015148163465