কলকাতা : পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুর প্রসঙ্গে রাজ্য বিধানসভায় প্রস্তাবের(Honoring the Army) কথা জানানো হয়েছিল গত মাসেই। বৃহস্পতিবার তার দিনক্ষণ ঘোষিত হল। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানালেন, আগামী ১০ জুন সেনাকে সম্মান জানিয়ে প্রস্তাব পেশ হতে চলেছে বিধানসভায়। উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী। তাঁর উপস্থিতিতে নিজেই প্রস্তাব আনবেন বলে জানিয়েছেন স্পিকার।
Read More: বকেয়া মেটানোর দাবিতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী, বৈঠকে বসবেন মোদী-মমতা
সোমবার দুপুর ১২টা থেকে শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন। তা চলবে দু’সপ্তাহ। আর ১০ তারিখ গুরুত্বপূর্ণ প্রস্তাব আনা হচ্ছে। জানা গিয়েছে, ১১ ও ১২ তারিখ স্ট্যান্ডিং কমিটির রিপোর্টের উপর আলোচনা হবে দু’ঘণ্টা ধরে।(Honoring the Army) এনিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ”গুরুত্বপূর্ণ অধিবেশন আমরা শান্তিপূর্ণভাবে যেন করতে পারি। আমি সরকার আর বিরোধী পক্ষের কাছে সেই আবেদন করছি।”
প্রসঙ্গত, এর আগে একাধিক অধিবেশনে গুরুত্বপূর্ণ আলোচনার সময় বিজেপি বিধায়কদের ওয়াকআউট করে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। তবে পহেলগাঁও আবহে সেনাকে সম্মান জানিয়ে রাজ্য বিধানসভায় যে প্রস্তাব আনা হবে, তাতেও যদি বিজেপি যোগ না দেয়, তাহলে তা ঘোর নিন্দনীয় হবে বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1930525719433457747




