কলকাতা : কঠিন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে অনন্য নজির গড়ল টালিগঞ্জের এম আর বাঙ্গুর হাসপাতাল।(MR Bangur Hospital) প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় এক মহিলার গলব্লাডারের ‘স্টোন’ ভাঙলেন হাসপাতালের শল্য বিভাগের চিকিৎসকরা। একটা, দু’টো অথবা শতাধিক নয়, মহিলার পেট থেকে বার হল প্রায় হাজারখানেক পাথর!
Read More: পুলিশের অনুরোধ অগ্রাহ্য! বেঙ্গালুরুর পদপিষ্ট কাণ্ডে কাঠগড়ায় আরসিবি কর্তৃপক্ষ
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৪৫ বছর বয়সী ওই রোগিণীর বাড়ি টালিগঞ্জের হরিদেবপুর এলাকায়। বেশ কয়েক মাস ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন তিনি। মাস দুয়েক আগে পেটে যন্ত্রণা এবং বমির উপসর্গ নিয়ে এম আর বাঙ্গুরে(MR Bangur Hospital) আসেন তিনি। রোগীর উপসর্গ দেখেই কিছু পরীক্ষা-নিরীক্ষা করান সংশ্লিষ্ট চিকিৎসকরা। কিন্তু রিপোর্ট হাতে আসতেই অবাক হল তাঁরা। দেখা যায়, ওই মহিলার গলব্লাডারে অস্বাভাবিক পরিমাণে পাথর জমেছে। ছোট, বড় মিলিয়ে সেই সংখ্যাটা বহু।
এরপরেই নেওয়া হয় অস্ত্রোপচারের সিদ্ধান্ত।

গত ৩ জুন উক্ত মহিলাকে ভর্তি করানো হয় হাসপাতালে। আজ, ৫ জুন দুপুর দেড়টা নাগাদ হয়েছে সেই অপারেশন। অস্ত্রোপচারকারী দলে ছিলেন শল্য চিকিৎসক নিলয় নারায়ণ সরকার, শল্য চিকিৎসক জয়দীপ রায়। এছাড়াও ওই অস্ত্রোপচারের সময় উপস্থিত ছিলেন অ্যানাস্থেশিয়া বিভাগের চিকিৎসক বিএন দাস, অঙ্কিত পাঁজা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1930606738182410750
অস্ত্রোপচার প্রসঙ্গে এম আর বাঙ্গুর হাসপাতালের শল্য চিকিৎসক নিলয় নারায়ণ সরকার জানিয়েছেন, “এই ধরনের কেস আমাদের কাছে বহু আসে। কিন্তু এই বিষয়টি অর্থাৎ রোগীর গলব্লাডারে এতগুলো পাথর খুব কম পাওয়া যায়। গুণে শেষ করা যাচ্ছিল না, এত পাথর ছিল! অপারেশন তো বটেই, রোগীর শরীরে অন্যান্য ইনফেকশনের একটা ঝুঁকি থেকে যায় এই সমস্ত ক্ষেত্রে।”
পাশাপাশি তাঁর কথায়, “ডাঃ জয়দীপ রায়, অ্যানাস্থেশিয়া টিম এবং আমাদের নার্সিং স্টাফ থেকে শুরু করে স্নাতকোত্তর পড়ুয়ারা। সবাই মিলে নিজেদের পরিকাঠামোর মধ্যেই এই অপারেশন করেছি। রোগী এখন স্থিতিশীল। এই সংক্রান্ত বিষয়ে অনেক সহযোগিতা করেছেন আমাদের হাসপাতালের সুপার স্যার চিকিৎসক শিশিরকুমার নস্কর।”