কলকাতা: অবশেষে প্রতীক্ষার অবসান। পরীক্ষার ৫০ দিনের মাথায় ৭ মে, বুধবার ফলপ্রকাশ হল উচ্চমাধ্যমিকের। সাড়ে ১২টায় বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করলেন সংসদ সভাপতি। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হতেই সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)
Read More: কলকাতার পোদ্দার কোর্টে অগ্নিকাণ্ড, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন
বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এক্স হ্যান্ডেলে ছাত্রছাত্রীদের উদ্দেশে লেখেন, “যারা এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো, তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই! আশা করি তোমরা ভবিষ্যতে আরো সাফল্য পাবে – দেশ ও দশের মুখ আরো উজ্জ্বল করবে।”
তিনি আরও লেখেন, “তোমাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক – সকলকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তাঁরা তোমাদের পাশে ছিলেন বলেই আজ তোমরা এত ভালো ফল করেছো।” তাঁর সংযোজন, “যারা হয়তো আশানুরূপ ফল করতে পারোনি, তাদের আমি বলবো: মন খারাপ কোরো না একদম। চেষ্টা চালিয়ে যাও।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1920068341420495028
উল্লেখ্য, চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফলাফলে জেলার ছাত্রছাত্রীদের জয়জয়কার। পাশের নিরিখে প্রথমে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৫.৭৪ শতাংশ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে স্থান পেয়েছে ৭২ জন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে রয়েছে একজন করে। হুগলি থেকে রয়েছে ১৪ জন পরীক্ষার্থী। কলকাতা থেকে ৪ জন পড়ুয়া মেধাতালিকায় স্থান পেয়েছে।




