কলকাতা : শহরে ফের ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার দুপুরে হঠাৎই মধ্য কলকাতার অফিসপাড়া হিসেবে পরিচিত পোদ্দার কোর্ট চত্বরে আগুন লাগে।(Podder Court Fire) কিছু সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।আতঙ্ক ছড়ায় এলাকায়। দমকলের আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের জন্য দ্রুত কাজ শুরু করে। সারা এলাকা ঘিরে রাখা হয়েছে। তবে কোনও হতাহতের খবর নেই।
Read More: প্রথম দশে ৭২ জন, উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় কার কার নাম! জানুন বিস্তারিত
জানা গিয়েছে, বেলা ১২টা নাগাদ পোদ্দার কোর্টের ওই অফিসবাড়িতে আগুন লাগে।(Podder Court Fire) ওই বাড়ির নীচের অংশে একাধিক ইলেকট্রনিক্স সরঞ্জামের দোকান রয়েছে। তারই একটি দোকানে আগুন দেখা যায়। কিছু সময়ের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেছিল। কিন্তু সেই আগুন ক্রমশ বাড়তে থাকে। পোদ্দার কোর্টে একাধিক অফিস, দোকান রয়েছে। অফিসগুলিতে কাজ করছিলেন শতাধিক মানুষ।

পোদ্দার কোর্টের কাছেই লালবাজার। দ্রুত পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে আসে। পোদ্দার কোর্ট খালি করে দেওয়া হয়। সব অফিস কর্মীদের নীচে নামিয়ে আনা হয়। নিরাপদ দূরত্বে সরিয়ে ফেলা হয় সাধারণ মানুষদের। ইলেকট্রনিক্স সরঞ্জামের দোকানের আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। মোট আটটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের কাজ চালায়। বেশ কিছু সময়ের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আসে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1920057081291493407
ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেই বিষয়টি এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শটসার্কিট থেকে ওই আগুন লাগে। দোকানের এসি থেকেও ওই আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের পর তদন্ত শুরু হবে।