জয়পুর : মোদী-জমানায় দেশজুড়ে গৈরিকীকরণের অন্যতম অঙ্গ হল জোরপূর্বক শহর, স্টেশন বা অন্যান্য বিভিন্ন স্থানের নাম বদল! এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে রাজস্থানের মাউন্ট আবু।(Mount Abu) সূত্রের খবর, সে রাজ্য সরকারের নির্দেশিকায় খুব দ্রুত পরিবর্তিত হবে মরুরাজ্যের অন্যতম পর্যটনস্থলের নাম। পাশাপাশি মাউন্ট আবুর কাছে মদ এবং আমিষ খাবারও নিষিদ্ধ করা হতে পারে। খবর প্রকাশ্যে আসতেই বইছে প্রতিবাদের ঝড়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একযোগে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতায় পথে নেমেছে ২৩টি সংগঠন।
Read More: বড়বাজার অগ্নিকাণ্ডে পুলিশের জালে আরও একজন, ধৃতের সংখ্যা বেড়ে ৪
ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল হল মাউন্ট আবু।(Mount Abu) সারা বছর সেখানে ভিড় জমান দেশ-বিদেশের পর্যটকরা। রাজস্থানের অন্য অনেক শহরের মতোই মাউন্ট আবুর অর্থনীতি পর্যটনের উপর নির্ভরশীল। সেই জায়গার নাম বদল হলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যে নতুন নাম ‘আবু রাজ তীর্থ’ ঠিক হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, নাম বদলের পাশাপাশি মাউন্ট আবুর কাছে মদ এবং আমিষ খাবারও নিষিদ্ধ করা হবে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1919747652754764224
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরেই নাম বদল নিয়ে এক দফা স্থানীয় প্রশাসনিক স্তরে আলোচনা হয়েছে। যদিও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে একটি চিঠির কারণে। স্থানীয় স্বশাসিত বিভাগ গত ২৫ এপ্রিল মাউন্ট আবুর নাম বদলের প্রস্তাব করে পুরনিগমকে একটি চিঠি পাঠিয়েছে। আগেই স্থানীয় বিধায়ক নাম পরিবর্তনকে সমর্থন করেছেন বলেও জানা গিয়েছে। সব মিলিয়ে মাউন্ট আবুর নাম পরিবর্তন নিয়ে তুঙ্গে শোরগোল। গত কয়েক বছরে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও দিল্লিতে একাধিক জায়গার, রেল স্টেশনের নাম বদল হয়েছে। এবার বিজেপিশাসিত রাজস্থানেও সেই ধারাবাহিকতা বজায় রাখল।




