কলকাতা : গত মঙ্গলবার কলকাতার বড়বাজারের এক হোটেলে অগ্নিকাণ্ডের(Barabazar Fire) ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সাগির আলি। তিনি হোটেলে কাজের তত্ত্বাবধানে ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশ এবং দমকলের অনুমান, হোটেলের ভিতরে যেখানে কাজ চলছিল, সেখান থেকেই আগুন ছড়িয়েছিল। গোটা বিষয়টি এখনও খতিয়ে দেখছে কলকাতা পুলিশের ১১ জনের তদন্তকারী দল। রবিবার তারাই কোলাঘাট থেকে সাগিরকে গ্রেফতার করেছে। এই নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪।
Read More: পুরীর নিমকাঠ চুরি করে দিঘার মূর্তি! সত্য সামনে আসতেই পাল্টা দিলেন মমতা
ইতিমধ্যেই বড়বাজারের ঋতুরাজ হোটেলের মালিক আকাশ চাওলা, ম্যানেজার গৌরব কপূর এবং হোটেলে কাজের বরাত নেওয়া ঠিকাদার খুরশিদ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, হোটেলের দোতলায় যেখানে প্লাইউডের কাজ চলছিল, সেখান থেকেই আগুন ছড়ায়।(Barabazar Fire) তা ছাড়া, হোটেল কর্তৃপক্ষেরও অনেক গাফিলতি ছিল। অভিযোগ, ওই হোটেলের ‘ফায়ার লাইসেন্স’-এর মেয়াদ শেষ হয়েছিল তিন বছর আগেই। তার পর তা আর নবীকরণ করাননি কর্তৃপক্ষ। হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলেও অগ্নিকাণ্ডের সময় তা কাজ করেনি। যে কারণে আগুন লাগার সঙ্গে সঙ্গে তা দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের ১০টি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে অনেকের।
Link: https://x.com/ekhonkhobor18/status/1919745736088158299
পুলিশ সূত্রে খবর, ছ’তলা ওই হোটেলের ছাদে এবং ছাদের কাছে পড়ে ছিল দু’টি দেহ। এ ছাড়া, দোতলা থেকে তিন তলায় ওঠার সিঁড়িতে ছিল এক জনের দেহ। বাকি ১০টি দেহ পাওয়া গিয়েছিল হোটেলের বিভিন্ন ঘর থেকে। বুধবার রাতে ওই ঘটনায় অভিযোগ দায়ের করে দমকল। পাশাপাশি, পুলিশও স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করে। সেই দুই অভিযোগের ভিত্তিতেই তদন্ত নেমে একে একে গ্রেফতার করা হল ৪ জনকে।