খড়গপুর : শুক্রবার এক মহিলাকে রুচিহীন আক্রমণ করে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। (Dilip Ghosh)তৃণমূলকে দিয়েছিলেন মারধরের হুঁশিয়ারি। এবার তাঁর খড়গপুরের বাড়ির সামনে তুমুল বিক্ষোভ দেখালেন তৃণমূলের নেতা-কর্মীরা। সুর চড়িয়ে বললেন, “বাড়ি থেকে বের করতে হবে না। আমরাই এসেছি, মারুন।” শোনা গেল ‘জয় বাংলা’ স্লোগান। উঠল দিলীপের গ্রেফতারির দাবিও।
Read More: রাষ্ট্রপতির আমন্ত্রণে হাজির হয়ে অপরাজিতা বিল পাশের আবেদন তৃণমূলের
খড়গপুরের এক রাস্তা উদ্বোধনে গিয়ে মহিলার সঙ্গে উত্তপ্ত বাদানুবাদের পর ‘বাপ, চোদ্দো পুরুষ’ টেনে কুরুচিকর মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ।(Dilip Ghosh)তা নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে নিন্দার ঝড়। তবে নিজের অবস্থানে অনড় বিজেপি নেতা। বাড়ি থেকে টেনে বের করে মারধর করার হুঁশিয়ারিও দিয়েছেন দিলীপ ঘোষ। শনিবার সকালে খড়গপুরে দাঁড়িয়ে তিনি বলেন, “মেজাজ হারাইনি। মেজাজ ঠিক রেখেই বলছি। যা বলেছি, ঠিক বলেছি। কোনটা কুকথা, কোনটা সুকথা সেটা তৃণমূলকে বুঝিয়ে দেব। হেডলাইন করুন, এরপর ওরা বাড়াবাড়ি করলে হয় বাড়ি থেকে বের করে মারব নাহলে চৌরাস্তায় দাঁড় করিয়ে মারব।”
আর এরপরই শনিবার খড়গপুরে দিলীপ ঘোষের বাংলোর সামনে একত্রিত হন তৃণমূলের নেতা-কর্মীরা। ছিলেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার-সহ সভাপতি দেবাশিস চৌধুরী। ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোহন দাস, ১০ নম্বরের কাউন্সিলর বি হরিশ-সহ অন্যান্যরা। ওঠে ‘জয় বাংলা’ স্লোগান। “বাড়ি থেকে বের করতে হবে না। আমরাই এসেছি, মারুন”, জানিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1903432019620872372?s=1




