আলিপুরদুয়ার : একশৃঙ্গ গণ্ডারের(One Horned Rhino) সংখ্যা বাড়ল জলদাপাড়া অভয়ারণ্যে। ২০২২ সালের পর গত ৫ এবং ৬ মার্চ জলদাপাড়া ও গরুমারা জঙ্গলে গণ্ডার শুমারি হয়েছিল। বনকর্তারা আশা করেছিলেন, এবার জাতীয় উদ্যানগুলিতে গণ্ডারের সংখ্যা বাড়বে। শুমারির পর দেখা গিয়েছে, জলদাপাড়া এবং গরুমারা জাতীয় উদ্যানে গণ্ডারের সংখ্যা ৪৫টি বেড়েছে। যার মধ্যে জলদাপাড়া জাতীয় উদ্যানে গণ্ডার বেড়েছে ৩৯টি। এরফলে এই জাতীয় উদ্যানে গণ্ডারের সংখ্যা দাঁড়াল ৩৩১ টিতে। অন্যদিকে, গরুমারায় ৬টি বেড়ে বর্তমানে একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা দাঁড়াল ৬১টিতে। এছাড়া, বেড়েছে ৭০টি কুনকি হাতিও।
Read More: মহিলাকে রুচিহীন আক্রমণ! প্রতিবাদে খড়গপুরে দিলীপের বাংলোর সামনে তীব্র বিক্ষোভ তৃণমূলের
গণ্ডারগুলির (One Horned Rhino)মধ্যে প্রায় ৬১টি শাবক রয়েছে বলে জানিয়েছে বন দফতর। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত গণ্ডারের সংখ্যার বার্ষিক বৃদ্ধির হার প্রায় ৪.২৭ শতাংশ। সুমারিতে অসম, উত্তরবঙ্গের এনজিও-রা গণনায় অংশগ্রহণ করে। জলদাপাড়ায় যতটা পরিমাণ জায়গা আছে যেখানে আরও একশৃঙ্গ গণ্ডার বাড়লেও কোনও সমস্যা নেই। তবে তাদের চলাফেরার সমস্যা যাতে না হয় তার জন্য ভবিষ্যতে জায়গা আরও বাড়ানো হতে পারে। জানা যাচ্ছে, গণ্ডার শুমারিতে শুধু গণ্ডারের সংখ্যা গণনা নয়, পাশাপাশি তাদের খাদ্য ও বাসস্থানের বর্তমান অবস্থা কী, জানার চেষ্টা করা হচ্ছে সে বিষয়গুলিও।

এপ্রসঙ্গে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বনাধিকারিক দ্বিজপ্রতীম সেন জানিয়েছেন, গণ্ডারের সংখ্যা যে বাড়বে সকলেই সেই আশা করেছিলেন। কয়েকবছর ধরে এখানে ৩-৪টি করে সংখ্যা বাড়ছিল। এবার ৬টি গণ্ডার বেড়েছে। পাশাপাশি, জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাশোয়ান জানিয়েছেন, জলদাপাড়া জাতীয় উদ্যানে ৩৯টি গণ্ডার বেড়েছে। ২০২২ সালে সংখ্যাটা ছিল ২৯২টি। এবার বেড়ে হয়েছে ৩৩১টি। এর পাশাপাশি বিশেষ জোর দেওয়া হচ্ছে গণ্ডার সংরক্ষণ ও জঙ্গলের সার্বিক নিরাপত্তায়।
Link: https://x.com/ekhonkhobor18/status/1903467876004356375?s=19