নয়াদিল্লি: প্রায় দেড় বছরের বেশি সময় ধরে জাতিদাঙ্গায় উত্তপ্ত বিজেপিশাসিত মণিপুর।(Manipur )প্রাণ হারিয়েছেন বহু মানুষ। উৎকণ্ঠা ও জীবনসংশয়ে দিন কাটাচ্ছেন মণিপুরবাসী। তবুও তাতে হেলদোল নেই কেন্দ্রের। মণিপুরে একটি বারের জন্য যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার রাজ্যসভায় স্বরাষ্ট্র মন্ত্রকের উপর আলোচনা শেষে প্রায় দু’ঘণ্টার জবাবি ভাষণেও মণিপুর রইল অবহেলার পাতায়।
Read More: জলদাপাড়ায় বাড়ল একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা, সুরক্ষায় বিশেষ জোর বন দফতরের
শুক্রবার রাজ্যসভায় জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ দমন, মাওবাদ, উগ্র বামপন্থা ইত্যাদি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘ আলোচনা করলেও ব্রাত্যই রইল মণিপুরের (Manipur)বিষয়টি। মণিপুর প্রসঙ্গে দু’মিনিটও ব্যয় করলেন না শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, “মণিপুরে এখন শান্তি আছে। সব গোষ্ঠীর সঙ্গে কথাবার্তা চলছে। এখন এই ব্যাপারে বেশি কিছু বলছি না। পরে যখন আলোচনা হবে, তখন বলব। সকলের বক্তব্যও শুনব।”

প্রসঙ্গত, এদিন অমিত শাহের জবাবি ভাষণে অবশ্য আগাগোড়াই অনুপস্থিত ছিল তৃণমূল। প্রশ্নোত্তর পর্ব এবং প্রাইভেট মেম্বার্স বিল স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রকের উপর আলোচনা শুরুর নির্দেশ দেন রাজ্যসভার চেয়ারম্যান। আপত্তি তোলে তৃণমূল। দেওয়া হয় স্লোগানও। স্বরাষ্ট্র মন্ত্রকের উপর আলোচনা শুরু হতেই ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা। তাঁদের অভিযোগ, যে চারটি মন্ত্রকের উপর আলোচনা হয়েছে, তার মধ্যে সবথেকে কম সময় বরাদ্দ হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের জন্য। ২১ জন বক্তার জন্য পৌনে চার ঘণ্টা সময় দেওয়া হয়েছে। অথচ দু’ঘণ্টা ধরে সবথেকে দীর্ঘ ভাষণ দিয়েছেন অমিত শাহ। জবাবি ভাষণে বাংলার উল্লেখ দূর অস্ত, আলোচনায় বক্তাদের তোলা কোনও ইস্যুর প্রসঙ্গ পর্যন্ত উত্থাপন করেননি স্বরাষ্ট্রমন্ত্রী।
Link: https://x.com/ekhonkhobor18/status/1903493389720715665?s=19