কলকাতা : রাজ্যজুড়ে ভুয়ো বা ‘ভূতুড়ে’ ভোটার ধরতে ইতিমধ্যেই জেলায় জেলায় অভিযান শুরু করেছে তৃণমূল। সেই কাজ কতদূর এগোল, তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার বাইপাসের ধারে তৃণমূল ভবনে কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। আর বৈঠক শেষে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে গেল তৃণমূলের প্রতিনিধি দল। এদিন বিকেলে সুব্রত বক্সীর নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধিরা রাজ্য ইলেকশন কমিশনের অফিসে পৌঁছন। অবিলম্বে ভোটার লিস্ট থেকে ‘ভূতুড়ে’ ভোটারদের নাম বাদ দেওয়া, তালিকায় স্বচ্ছতা আনা-সহ একাধিক দাবি জানান তাঁরা।
Read More: কুলতলিতে ফুটল ঘাসফুল – ভুবনখালি সমবায় সমিতির ভোটে নিরঙ্কুশ জয় তৃণমূলের
গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোরের দলীয় সম্মেলন থেকে ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে দলের নেতা, কর্মীদের সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার একই এপিক নম্বরে বিহার, হরিয়ানা, উত্তরপ্রদেশের মতো ভিন রাজ্যের ভোটারদের নাম ঢুকিয়ে বিহার, মহারাষ্ট্রের মতো বাংলা দখলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মমতা। এ কাজে বিজেপিকে স্বয়ং নির্বাচন কমিশন সহযোগিতা করছে বলেও উল্লেখ করেছিলেন নেত্রী।
Link: https://x.com/ekhonkhobor18/status/1896552005323387041
মমতার বার্তার অব্যবহিত পরেই ভোটার তালিকা থেকে ‘ভূতুড়ে’ নামগুলি খুঁজে বের করতে বিধানসভা ভিত্তিক বুথ ধরে ধরে ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ শুরু হয়। এদিন জেলার সভাপতি, চেয়ারম্যানদের নিয়ে এই সংক্রান্ত বৈঠকে বসেছিল কোর কমিটি। ওই বৈঠকের পরই রাজ্য নির্বাচন কমিশনের অফিসে যান তৃণমূলের প্রতিনিধিরা। সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছিলেন উক্ত প্রতিনিধি দলে।