প্রতিবেদন : আরও একবার অভাবনীয় নারকীয়তার চিত্র ফুটে উঠল বিজেপিশাসিত উত্তরপ্রদেশে। ৫ বছর বয়সী এক শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুন করে তার দেহ ৪ টুকরো করেছে তারই বাবা! ঘটনাটি ঘটেছে
যোগীরাজ্যে সীতাপুরে। খুনের কারণ জেনে অবাক পুলিশও। সীতাপুরের বাসিন্দা মোহিতের সঙ্গে তার প্রতিবেশীর ঝামেলা ছিল। তবে মোহিতের ৫ বছরের মেয়ে তানিকে তাঁরা খুবই ভালবাসত। তাই খেলতে তানিও মাঝেমধ্যে তাঁদের বাড়িতে যেত। অভিযুক্ত জানিয়েছে, এই কারণেই মেয়েকে খুন করা হয়েছে!
Read More: মোদীর আমলে গুণমান পরীক্ষায় ডাহা ফেল ১৪৫ নামী ওষুধ! – মাথায় হাত আমজনতার
পুলিশের তরফে খবর, কয়েক দিন আগে তানির নিরুদ্দেশ হওয়ার খবর আসে। তল্লাশি শুরু হয়। তারপর মেয়েটির দেহাংশের খোঁজ পায় পুলিশ। সময়ের সাথে একে একে উদ্ধার হয় ৩টি অংশ। তদন্তকারীরা এরপরেই নিশ্চিত হয়ে যায়, মেয়েটিকে খুনই করা হয়েছে। কিন্তু কে করল খুন, বোঝা যাচ্ছিল না তা।
প্রাথমিকভাবে পুলিশ অনুমান করে, মোহিতের সঙ্গে ঝামেলার কারণে হয়তো তাঁর প্রতিবেশী তানিকে মেরে ফেলেছে। তবে সময়ের সাথে মোহিতের ওপর পুলিশের সন্দেহ হয়। কারণ মেয়ে নিখোঁজ হওয়ার পরই সে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। এমনকী ফোনও সঙ্গে নেয়নি। কিছুদিন পর সে ফিরে এসে পুলিশের কাছে যায়। জেরার মুখে পড়ে খুনের কথা স্বীকার করে অভিযুক্ত।
Link: https://x.com/ekhonkhobor18/status/1897264233592836276
মোহিত জানায়, পুলিশকে জানায় প্রতিবেশীর সঙ্গে তাঁর সম্পর্ক প্রথমে ভাল ছিল। কিছুদিন আগে একটি কারণে দু-পক্ষের বাদানুবাদ হয়। তানিকে তাঁদের বাড়ি যেতে বারণ করা হয়েছিল। কিন্তু মেয়ে কথা শোনেনি। নিষেধ সত্ত্বেও সে সেখানে যাওয়ায় রাগের মাথায় মেয়েকে খুন করে সে। ঘটনার দিন মেয়েকে প্রতিবেশীর বাড়ি থেকে ফিরতে দেখে ফেলে মোহিত। এরপর ঘুরতে যাওয়ার কথা বলে বাইকে করে দূরে নির্জন জায়গায় নিয়ে যায় মেয়েকে। সেখানে গলা টিপে হত্যা করে মেয়েকে। প্রমাণ লোপাট করার উদ্দেশ্যে ৪ টুকরো করে ফেলে মেয়ের মৃতদেহ।