মোরাদাবাদ: যোগীরাজ্যে দলিতদের অবস্থা নিয়ে বারবার বিতর্ক তুঙ্গে উঠেছে। এর মধ্যেই ১৪ বছরের দলিত কিশোরীর গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলায়। দলিত কিশোরীকে অপহরণ করে ২ মাসের বেশি গণধর্ষণ-এর ঘটনায় গ্রেফতার হয়েছে ১, পলাতক ৩।
Read More: ট্রাম্পের শুল্ক অস্ত্রে চাপ বাড়বে ভারতের
পরিবারের অভিযোগ, গত ২ জানুয়ারি দর্জির দোকানে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ করে চার দুষ্কৃতী। জোর করে একটি গাড়িতে তুলে তাকে বেহুঁশ করে দেওয়া হয়েছিল। এর পরে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত কোনও স্থানে। তাকে একটি ঘরে বন্দি করে রাখা হয়। সেখানে দিনের পর দিন চলে পাশবিক অত্যাচার। এই ঘটনায় চার অভিযুক্ত সলমন, জুবাইর, রশিদ ও আরিফের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের হয়েছে। আবার, মামলা তুলে নেওয়ার জন্য তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
ভগতপুর থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) সঞ্জয় কুমার পাঞ্চাল জানিয়েছেন, নির্যাতিতা কিশোরি হাতে ‘ওম্’ ট্যাটু ছিল। বন্দি করে রাখার সময় অ্যাসিড দিয়ে সেটি পুড়িয়ে দেয় অভিযুক্তরা। জোর করে খাওয়ানো হয়েছিল মাংসও। সেইসঙ্গে চলত অত্যাচার। পুলিশের কাছে অভিযোগে এমনই দাবি করেছে নির্যাতিতার পরিবার।
Link: https://x.com/ekhonkhobor18/status/1897614615716172070
আরও জানা গিয়েছে, দিনের পর দিন এই অত্যাচার চালানোর পরে একদিন সুযোগ পেয়ে কোনোরকমে সেখান থেকে পালায় ওই নাবালিকা। ২ মার্চ বাড়ি ফিরে পরিবারকে সমস্ত ঘটনা জানাতেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। অন্যতম অভিযুক্ত সলমনকে গ্রেফতার করে পুলিশ। পলাতক তিনজনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।