কলকাতা: বুধবার রাজ্য বাজেট পেশ করেছে তৃণমূল সরকার। রাজ্যের উন্নতিসাধনে একাধিক ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। এর মধ্যেই রাজ্যের মাদ্রাসাগুলির আধুনিকীকরণের দিকে জোর দিয়েছে রাজ্য। চলতি শিক্ষাবর্ষে স্মার্ট ক্লাসরুম, ই-বুক এবং কম্পিউটার ল্যাবের পরিকাঠামো নির্মাণ ইত্যাদির ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
মাদ্রাসাগুলির পরিকাঠামো আরও আধুনিক এবং পঠনপাঠনের মান উন্নত করা ও স্কুলশিক্ষা, উচ্চশিক্ষা, জনশিক্ষা প্রসারেও সদ্য পেশ করা রাজ্য বাজেটে কয়েক গুণ আর্থিক বরাদ্দ বাড়ান হয়েছে। বর্তমান আর্থিক বছর শেষ হওয়ার আগে মাদ্রাসাগুলিতে ৬০০ টি স্মার্ট ক্লাসরুম, ১০০টি ডিজিট্যাল ল্যাবরেটরি এবং ৭৬টি মাদ্রাসায় সায়েন্স ল্যাবের মানোন্নয়নের অনুমোদন ইতিমধ্যে দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষায় মোট ৫ হাজার ৬০২.২৯ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রয়েছে বাজেটে।

পাশাপাশি দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ঐক্যশ্রী প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পে ৪,১০০ কোটি টাকা ব্যয়ে ৪ কোটি ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে ৪৫ লক্ষ আবেদনের মধ্যে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৬ লক্ষ স্কলারশিপ দেওয়া হয়েছে।