প্রয়াগরাজ: মহাকুম্ভে পুণ্যস্নান সারতে প্রচুর মানুষের ঢল নেমেছে। এর মধ্যেই কুম্ভ নিয়ে বিতর্ক থামছেই না। একের পর এক বিপত্তি। একদিকে পদদলিত মানুষের মৃত্যু অন্যদিকে আগুন লেগে বিপর্যয়! আবার মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেওয়া পুণ্যার্থীদের বিপত্তিও কম নেই। এবার সেরকমই ঘটনায় মৃত্যু হল শিলিগুড়ির বাসিন্দার। পুণ্যস্নান সেরে বাড়ি ফিরছিলেন তিনি। ট্রেনের মধ্যেই মৃত্যু হল তাঁর৷
মহাকুম্ভ উপলক্ষ্যে রেলে যাত্রীদের ঢল সামলানো মুশকিল হচ্ছে। এমতাবস্থায় ট্রেনের ভিড় সহ্য করতে পারেননি শিলিগুড়ির বাসিন্দা রমেশ জাসওয়াল। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, ৭ই ফেব্রুয়ারি রমেশ জয়সওয়াল তাঁর এক বন্ধুর সঙ্গে কুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তারপর তিনি স্নান করে ১০ই ফেব্রুয়ারি রাজধানী এক্সপ্রেসে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

আরও জানা গিয়েছে, ওই রাজধানী এক্সপ্রেসের কামড়ায় অত্যাধিক ভিড় থাকায় বসার জায়গা পাননি তিনি। শেষে প্রবল ভিড়ের কারণে দমবন্ধকর পরিস্থিতি হয়। শুরু হয় অস্বস্তি। তারপরে হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেনেই মৃত্যু হয় তাঁর। ময়নাতদন্তের পর দেহ আজ শিলিগুড়িতে নিয়ে আসে পরিবার।
প্রসঙ্গত, মহাকুম্ভের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার যোগী প্রশাসনের ব্যর্থতার ছবি ফুটে উঠেছে বিভিন্ন দুর্ঘটনার মাধ্যমে। পাশাপাশি প্রার্থীদের ঢল সামলাতে ব্যর্থ হয়েছে ভারতীয় রেল। এর মধ্যেই ট্রেনের চাপাচাপিতে শিলিগুড়ির বাসিন্দার মৃত্যু ফের একবার রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে।