প্রয়াগরাজ: মহকুম্ভ নিয়ে বারবার সামনে আসছে একাধিক বিপত্তির ঘটনা। একাধিকবার আগুন লাগার ঘটনাও সামনে আসে। এ নিয়ে বারবার কাঠগড়ায় দাঁড় করানো হয় যোগী সরকারকে। এবার ফের মহাকুম্ভে পুণ্যস্নান সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হলেন পুণ্যার্থীরা।
অন্ধ্রপ্রদেশ থেকে বাসে প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়েছিলেন পুণ্যার্থীদের একটি দল। ত্রিবেণী সঙ্গমে স্নান সেরে সোমবার রাতেই রওনা দেয় ২৫ জন পুণ্যার্থী বোঝাই ওই বাসটি। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় ঘটে এই দুর্ঘটনা। মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ৭ জনের।দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় বাসটি। ঘটনায় আহতদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাফিক আইন অমান্য করে ভুল লেন ধরে চলার জেরেই এই ঘটনা ঘটেছে। মিনি বাসের সঙ্গে ভয়ংকর সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। বাকিরা দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের মধ্যে আটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। জেলাশাসক দীপক কুমার সাক্সেনা জানান, মাল বোঝাই ওই ট্রাকটি রাস্তার ভুল লেন ধরে চলছিল। যার জেরেই এই ঘটনা ঘটে। জব্বলপুরের জেলা সদর দফতর থেকে ৬৫ কিলোমিটার দূরে ঘটে এই দুর্ঘটনা।
বারবার এহেন অবস্থার জেরে যোগী সরকারকে দুষছে ওয়াকিবহাল মহল। মহাকুম্ভের নিরাপত্তা ব্যবস্থ কতটা শক্তিশালী তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। যানজটের জেরে এমনিতেই বেহাল অবস্থা হয় মহাকুম্ভের ৩০০ কিমি রাস্তা। এরপর এহেন দুর্ঘটনা! আদতে কোনো পরিকল্পিত পরিকাঠামোগত ব্যবস্থা না নিয়েই কি এই মহাকুম্ভের সূচনা করেছে যোগী সরকার! সেই প্রশ্নই এখন উঠছে বিভিন্ন মহলে।