শীর্ষ আদালতে ফের ধাক্কা খেল আর জি কর কাণ্ডে নির্যাতিতার পরিবার৷ শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনওভাবেই তাঁরা নির্যাতিতার পরিবারের তরফে দায়ের করা নতুন মামলার দ্রুত শুনানি করবেন না৷ আগামী ১৭ মার্চ সুপ্রিম কোর্টে আর জি কর-কাণ্ডের মূল মামলার শুনানি হওয়ার কথা৷ সেদিনই পরিবারের তরফে দায়ের করা নতুন মামলার শুনানি করা হবে৷
প্রসঙ্গত, এর আগে সুপ্রিম কোর্টে মামলা করে শিয়ালদহ আদালতের রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন আর জি কর-কাণ্ডের নির্যাতিতার বাবা-মা৷ তাঁদের দাবি ছিল, সঞ্জয় রায় একা দোষী নন, আরও দোষী আছে৷ এদের খুঁজে বার করে উপযুক্ত শাস্তির জন্য আরও তদন্তের দাবি জানান তাঁরা৷ তাঁদের এই মামলার পিটিশন খারিজ করে নতুন করে পিটিশন দায়ের করার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না৷ এদিন সেই মামলার মেনশনিং করা হয় নির্যাতিতার পরিবারের তরফে৷ সেখানেই প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন, নতুন করে দায়ের করা এই পিটিশনের দ্রুত শুনানির প্রয়োজন নেই।