আরও একবার বিতর্কের কেন্দ্রে রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফের নোংরা রাজনীতির পথে হাঁটতে দেখা গেল তাঁকে। তৃণমূলের দুই বিধায়ককে চিঠি দিয়ে বোস জানিয়েছেন, তাঁদের শপথ নাকি অবৈধ! আগামী সপ্তাহে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের আগেই বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন রাজ্যপাল। যদিও সেই নোটিশের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নিজে এই দুই বিধায়ককে শপথ গ্রহণ করিয়েছিলেন। সেইসময় রাজ্যপালকে বারবার আমন্ত্রণ জানানো হলেও তিনি বিধানসভায় যাননি। আর এখন চিঠি দিয়ে বলছেন, সেই শপথ নাকি অবৈধ।
এবিষয়ে বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, “একজন নির্বাচিত প্রতিনিধিকে রাজ্যপাল কীভাবে অস্বীকার করেন? দলের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছি। স্পিকার এবং চিফ হুইপের সঙ্গেও কথা বলেছি। দল যেভাবে বলবে, সেভাবেই এগোব। তবে রাজ্যপালের কাছে আমার প্রশ্ন, আমাকে তো স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথবাক্য পাঠ করিয়েছিলেন, আপনি তাঁর অস্তিত্বও অস্বীকার করছেন?” আরেক বিধায়ক রেয়াত হোসেন সরকার জানান, “অধ্যক্ষ নিজে আমাদের শপথ গ্রহণ করিয়েছিলেন। উনি আইনের লোক, উনি নিশ্চয়ই জানেন কোনটা ঠিক, কোনটা ভুল। তাঁকে বিষয়টা জানিয়েছি, আইনমন্ত্রীকেও জানিয়েছি। দলের নির্দেশমতো পদক্ষেপ নেব।”
প্রসঙ্গত, আগামী সোমবার বাজেট অধিবেশনের আগে শুক্রবার দুপুরে প্রথা অনুযায়ী সর্বদল বৈঠক ডাকেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপির কোনও বিধায়ক এই বৈঠকে যোগ দেননি। বৈঠক শেষে বাজেট অধিবেশনের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে অধ্যক্ষ জানিয়েছেন, “রাজ্যপালের সঙ্গে আমি নিজে কথা বলেছি এবং সোমবার আমন্ত্রণ জানিয়েছি। উনি আসবেন বলে জানিয়েছেন। ওইদিনই রাজ্যপালের ভাষণের পর আলোচনা হবে।” অধ্যক্ষ আরও জানান, ১১ ফেব্রুয়ারি সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর জন্য বিধানসভায় শোকপ্রস্তাব আনা হবে। তারপর ওইদিনের মতো মুলতুবি হয়ে যাবে অধিবেশন। ১২ ফেব্রুয়ারি বিকেল চারটেয় বাজেট পেশ হবে। এরপর আলোচনা শুরু হবে ১৩ ফেব্রুয়ারি থেকে।